অ্যাটাচ বাথরুম, ফ্রিজ, TV! ভোল বদলাচ্ছে ভারতীয় রেল, AC কোচে মিলবে বিমানের সুবিধা

ভারতীয় রেল দেশের গর্ব বাড়িয়েই চলেছে। ভারতের এখন বেশিরভাগ মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল ব্যবস্থাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন। অনেকেই আছেন যারা এখন বিমান বা বাস ছেড়ে সে স্বল্প দূরত্ব হোক বা দূর ভ্রমণ, এই ভারতীয় রেলের সঙ্গে ভ্রমণ করাটাই সবথেকে বেস্ট বিকল্প হিসেবে ধরে নিচ্ছেন।

আপনিও কি ভারতীয় রেলের সঙ্গে যাত্রা করতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। বিগত কয়েক বছরে ভারতীয় রেল স্টেশন হোক বা ট্রেন, এক কথায় সবকিছুই বদলে দিয়েছে সরকার। এক কথায় ভারতীয় রেল দিনে দিনে আরও আপগ্রেড হয়ে যাচ্ছে রীতিমতো। এখন দেশের বিভিন্ন রাজ্যের বুক চিড়ে বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি হাইস্পিড, তেজস এক্সপ্রেস, নমো ভারত-এর মতো ট্রেন ছুটে চলেছে। এদিকে যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবনা চিন্তা করে ভারতীয় রেলও কিছু না কিছু করেই চলেছে। তবে এখানেই কিন্তু শেষ নয়, রেল যাত্রীদের জন্য অপেক্ষা করছে আরও কিছু দারুণ চমক, যা হয়তো কেউ কল্পনাও করতে পারবেন না।

   

বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল, যেটি সম্পর্কে আপনারও জেনে রাখা জরুরি বৈকি। এতদিন হয়তো বিদেশী ট্রেন এবং সিনেমাগুলিতে দেখে থাকবেন, কিন্তু এবার ভারতীয় রেলেও আসতে চলেছে এক দারুণ চমক। আর সেই চমক হল, ভারতীয় রেলের নতুন প্রিমিয়াম এসি কোচগুলিতে বাথরুম, কনফারেন্স রুম থাকবে বলে শোনা যাচ্ছে। এই নতুন প্রিমিয়াম কোচগুলি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। অনেকেই আছেন যারা ব্যবসার সূত্রে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান ট্রেনে করে। সেক্ষেত্রে আপনি এবং আপনি যার সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করবেন তাঁর সঙ্গে এই বিশেষ কোচে মিটিং করতে পারবেন।

প্রিমিয়াম কোচটিতে প্লাশ আসন, হাইস্পিড ওয়াই-ফাই, একটি অনবোর্ড বিনোদন ব্যবস্থা এবং ব্যাপক সুরক্ষা ফিচার্স অন্তর্ভুক্ত থাকবে। গত বছর, রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ), কাপুরথালা একটি নতুন AC 1st কোচের ডিজাইন প্রকাশ্যে এনে চমকে দিয়েছিল। একদম বিমানের বিজনেস ক্লাসের অনুরূপ এসি প্রথম শ্রেণিটি তৈরি করা হচ্ছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর