Rinku Singh: রিঙ্কু সিংয়ের পিছনে চলছে ষড়যন্ত্র! কেকেআর-কে ঘিরে বিস্ফোরক দাবি

টিম ইন্ডিয়ার তরুণ ফিনিশার খেলোয়াড় রিঙ্কু সিংকে (Rinku Singh ) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিসিআই নির্বাচকরা নজরে রাখছেন। আইপিএল ২০২৩ (IPL)-এ রিঙ্কু অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। তারপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে এবার আইপিএল ২০২৪-এ খুব বেশি খেলার সুযোগ পাচ্ছেন না রিঙ্কু সিং।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলা ম্যাচে রিঙ্কু সিং মাত্র ৮ বলে ২৬ রান করেছেন। তাঁর এই ইনিংস চলাকালীন রিঙ্কু একটি চার ও তিনটি ছক্কা মারেন। স্ট্রাইক রেট ৩০০ পার। কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে কি ব্যাট করার জন্য পর্যাপ্ত সুযোগ দিচ্ছে? নাকি ক্রমে অবহেলা করা হচ্ছে ভারতের অন্যতম সেরা ফিনিশারকে?

   

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অন্যান্যবারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এবারের আইপিএল শেষ হওয়ার পরে শুরু হবে টি২০ ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপ। রিঙ্কু সিং টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন বলেই আশা করা হচ্ছে। কিন্তু তাঁকে যদি পর্যাপ্ত সুযোগ না দেওয়া হয় তাহলে তাঁর ব্যাটে সেই ধার কতদিন বজায় থাকবে? এই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। রিঙ্কু সিং এর পিছনে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে এমন আশঙ্কার কথাও এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে ম্যাচে যারাই আগে ব্যাট করতে গিয়েছে তাঁরাই করেছেন বড় রান। আঠারো বছর বয়সী আঙ্কৃষ রঘুবংশী করেছেন অর্ধ শতরান রান। সেখানে রিঙ্কু সিং খেলেছেন মাত্র ৮ বল। করেছেন ২৬ রান। স্ট্রাইক রেট তিনশোর বেশি। আরও কয়েকটা বল খেললে হয়তো তিনিও বড় রান করতে পারতেন। এই পরিমাণ স্ট্রাইক রেট বজায় রেখে কলকাতা নাইট রাইডার্সের কোনো ব্যাটসম্যান ব্যাট করতে পারেননি।

দাবি উঠছে রিঙ্কু সিংকে আরও ওপর ব্যাট করতে পাঠানো হোক। বিশেষত কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাটে যখন আশা মতো রানের দেখা নেই। অথচ সেই তিনিই ব্যাট করতে নামছেন রিঙ্কু সিংয়ের আগে, কেন? উঠছে এই প্রশ্ন।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর