এই মাসেই ধামাকা, বড় পালসার লঞ্চ করছে Bajaj! জানা গেল দিনক্ষণ

ভারতীয় অটোমোবাইল প্রেমীদের জন্য দারুণ খবর। বাজারে আসছে বাজাজের নতুন বাইক। বাজাজের নতুন বাইক কবে প্রকাশ্যে আসছে সে ব্যাপারে পাওয়া গিয়েছে আপডেট।

সম্প্রতি বাজাজ পালসার এন২৫০ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, নতুন বাজাজ পালসার এন২৫০ বাইকের ফিচার সম্পর্কেও অনেক কিছু প্রকাশ্যে এসেছে। বাজাজ এন২৫০ বাইকে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া বাইকটিতে আরও অনেক ফিচার দেখা যাবে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। এছাড়াও আধুনিক ক্রেতাদের কথা মাথায় রেখে বেশ কিছু সেফটি ফিচার অ্যাড করা থাকবে বলে আশা করা যায়।

   

বাইকে থাকতে পারে এবিএস ফিচার। নতুন পালসার এন২৫০-তে ট্রিপল লেয়ার এবিএস সিস্টেম থাকতে পারে। যার ফলে রাস্তায় বাইকের গ্রিপ ভালো থাকবে। ভেজা রাস্তা কিংবা ভাঙাচোরা রাস্তাতেও রাইডাররা ড্রাইভ করতে পারবেন, বাইক নিয়ন্ত্রণে রাখতে পারবেন। নতুন বাজাজ পালসার এন২৫০ বাইকে থাকতে পারে কমপ্লিট ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। বাইকের স্ক্রিনে স্মার্ট কানেক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে প্রবল।

বাইকের সাসপেনশন সেট-আপেও পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, নতুন পালসার এন২৫০-এ একটি আপসাইড-ডাউন সেট আপ থাকবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি উভয় চাকায় ডিস্ক ব্রেক পাওয়া যাবে। বাইকটিতে থাকবে ২৫০ সিসির অয়েল কুলড মোটর। নতুন বাইক্র ইঞ্জিনটি সর্বোচ্চ ২৪.১ বিএইচপি পাওয়া এবং ২১.৫ এনএম টর্ক উত্পাদন করতে পারবে বলে আশা করা যায়। এর মোটরের সঙ্গে একটি ৫ স্পিড গিয়ার বক্স যুক্ত করা থাকছে।

বাইকটি লাল ও কালো রঙের টোনে পাওয়া যেতে পারে। বাজাজ পালসারের দাম হতে পারে এন২৫০ এর দাম শুরু হচ্ছে ১.৩১ লক্ষ টাকা থেকে এবং ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। কিছু জায়গায় দাবি করা হচ্ছে, এপ্রিলেই বাজারে লঞ্চ করা হতে পারে এই বাইক।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর