কবে বেরোবে ২৪-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল? প্রকাশ্যে এল দিনক্ষণ

আপনার সন্তানও কি চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল? তাহলে তাঁর এবং আপনার জন্য রইল জরুরি খবর। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রকাশ্যে এল বড় খবর। এবার জানা গেল, এই পরীক্ষার সম্ভাব্য রেজাল্টের দিনক্ষণ। আপনিও কি জানতে ইচ্ছুক যে কবে পরীক্ষার ফলাফল বেরোবে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

এমনিতে যত সময় এগোচ্ছে ততই যেন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটছে। প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষার খাতা দেখার নিয়ম সহ একাধিক জিনিসে আমূল পরিবর্তন ঘটছে। এবার তেমনই একটি বড় পরিবর্তন ঘটবে শিক্ষা ব্যবস্থায়। এতে করে উপকৃত হবে পরীক্ষার্থীরাই। শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। ২০২৫ সাল থেকে শিক্ষা ব্যবস্থায় (Education System) আমূল পরিবর্তন আসতে চলেছে। উচ্চ শিক্ষায় আসছে সেমিস্টার পদ্ধতি। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। এবার থেকে মোট ৪ বার নতুন পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের।

   

চলতি বছর থেকে শুরু হওয়া অ্যাকাডেমিক সেশন থেকে বাংলার প্লাস-টু কোর্সকে চারটি সেমিস্টারে ভাগ করা হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণিতে এই পরিবর্তন প্রযোজ্য হবে। যারা ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হবে তারা ২০২৪ সালের নভেম্বরে প্রথম সেমিস্টার এবং ২০২৫ সালের মার্চ মাসে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা দিতে পারে। তবে এরই মাঝে প্রশ্ন উঠছে যে কবে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানা যাবে? মে মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক ২০২৪ -এর ফলাফল প্রকাশ করা হতে পারে।

যদিও এই বিষয়ে এখনও অবধি শিক্ষা সংসদের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। এদিকে মে মাসেও ভোট রয়েছে, এহেন অবস্থায় রেজাল্ট বেরোবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যাইহোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে আপনাকে ক্লিক করতে হবে www.wbresults.nic.in ওয়েবসাইটে।

  • ক) উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
  • খ) এরপর “Higher Secondary Result 2024” অপশনে ক্লিক করতে হবে।
  • গ) এরপর “Enter Your Registration No.” -এর ঘরে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে এবং “Enter Date of Birth” -এর বক্সে জন্মতারিখ দিতে হবে।
  • ঘ) সম্পূর্ণ করে “Submit” বাটনে ক্লিক করতে হবে। তারপরে ওই পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর