রোহিতের আউটে আনন্দ করাই কাল হল CSK ফ্যানের! পিটিয়ে খুন করল MI ফ্যানরা

ক্রিকেট মাঠে দর্শকদের আচরণ নিয়ে ক্রমে প্রশ্ন উঠছে। মাঠে দর্শকদের আরও সংযত হওয়ার জন্য আবেদন করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু কে শোনে কার কথা। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সমর্থক আচরণ ক্রমাগত উঠে আসছে সংবাদ শিরোনামে।

এবারের IPL শুরু হওয়ার আগে থেকে আলোচনার কেন্দ্রে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এখনও তারা রয়েছে ক্রিকেট প্রেমীদের আলোচনায়। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল ২০২৪-এর অন্যতম সফল এই দলকে নিয়ে ইতিবাচক কোনও কিছু খুব বেশি আলোচনা হচ্ছে না। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা আদৌ ঠিক হয়েছে কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। ইতিমধ্যে পরপর তিন ম্যাচে হেরেছে দল। আইপিএল ২০২৪ পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের সমর্থকরা নিয়ন্ত্রণ হারাচ্ছেন নিজেদের ওপর থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের একাংশের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। একজনের মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়েছে এমআই সমর্থকদের নাম।

   

আইপিএল ২০২৪-এর রোমাঞ্চ দিনের পর দিন বেড়ে চলেছে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স প্রত্যাশা মতো খেলতে পারেনি। কিন্তু এই কারণে একজনের মৃত্যু? শুনতে অবাক লাগলেও সম্প্রতি উঠেছে এমন অভিযোগ। অভিযোগ, প্রাণ হারিয়েছেন চেন্নাই সুপার কিংসের এক সমর্থক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুর এলাকায়। অভিযোগ উঠেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা এক সিএসকে সমর্থকের মাথা মেরে ফাটিয়ে দিয়েছেন। বৃদ্ধ ভক্তের অবস্থা এতটাই গুরুতর হয়ে ওঠে যে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গত, বুধবার আইপিএল ২০২৪-এর অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ স্কোরবোর্ডে তুলেছিল ২৭৭ রান। জবাবে ২৪৬ রান তুলে থেমে যায় মুম্বাই। এই ইনিংসে ২৬ রান করে আউট হয়েছিলেন রোহিত শর্মা। রোহিতের আউটের পর ৬৩ বছর বয়সী ওই ব্যক্তি নিজের প্রিয় দলের জয় উদযাপন করছিলেন। এতেই নাকি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের একাংশ সমর্থক। বৃদ্ধের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন ওই বৃদ্ধ ক্রিকেট ভক্ত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোলাপুরের বাসিন্দা ছিলেন বন্দোপান্ত। কোলাহাপুরের কারবীর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর