এবার সেমিস্টার পদ্ধতি, ২০২৫-র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় রদবদল! নয়া নিয়ম সংসদের

যত সময় এগোচ্ছে ততই শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেই চলেছে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। বিশেষ করে আপনার সন্তানও যদি একাদশ শ্রেণীতে ভর্তি এবং উচ্চ মাধ্যমিক (Higher Secondary) দেবে তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। বলা ভালো, এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমূল বদল ঘটানো হল। আর এর বড় প্রভাব আগামী দিনে পরীক্ষার্থীদের মধ্যে পড়বে সেটা বলাই বাহুল্য।

চলতি বছর থেকে শুরু হওয়া অ্যাকাডেমিক সেশন থেকে বাংলার প্লাস-টু কোর্সকে চারটি সেমিস্টারে ভাগ করা হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণিতে এই পরিবর্তন প্রযোজ্য হবে। যারা ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হবে তারা ২০২৪ সালের নভেম্বরে প্রথম সেমিস্টার এবং ২০২৫ সালের মার্চ মাসে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা দিতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) এক আধিকারিক বলেন, দ্বাদশ শ্রেণিতেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। বুধবার কাউন্সিলের তরফে ঘোষণা করা হয়, রাজ্য শিক্ষা দফতর নতুন ব্যবস্থায় অনুমোদন দিয়েছে।

   

প্লাস-২ ক্লাস শেষে দ্বাদশ শ্রেণিতে যা পড়ানো হয়, তার উপর ভিত্তি করে এখন একটি পরীক্ষা নেয় কাউন্সিল। ২০২৩ সাল পর্যন্ত একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও অনুষ্ঠিত হতো। এই বছর এটি স্কুলগুলির বার্ষিক পরীক্ষা আয়োজনের দায়িত্ব হস্তান্তর করেছে। বুধবার কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “২০২৩ সালের আগস্টে বেঙ্গল ক্যাবিনেট রাজ্য শিক্ষানীতি অনুমোদন করে, যা এইচএস কোর্সকে সেমিস্টারে বিভক্ত করার পক্ষে ছিল।”

সংসদের তরফে জানানো হয়েছে, ‘আগামী সপ্তাহে আমরা প্রতিটি সেমিস্টারে কথিত সিলেবাস এবং পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানাব।’ গত ডিসেম্বরে কাউন্সিল ৪৭টি বিষয়ের সিলেবাস ঢেলে সাজানোর জন্য উপ-কমিটি গঠন করে। সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছিল বিজ্ঞানের কিছু বিষয়ের জন্য উপ-কমিটি গঠন করা হয়।

madhyamik students

সিবিএসই পাঠ্যক্রমের সর্বশেষ পরিবর্তনগুলি, বিশেষত বিজ্ঞান বিষয়গুলিতে, শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার পরে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আরও ভাল প্রস্তুতি নিতে সহায়তা করে। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “আমরা বেঙ্গল বোর্ডের অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলগুলির বিষয় বিশেষজ্ঞদেরও নিযুক্ত করেছি। কাউন্সিলের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা নতুন প্রশ্নবিন্যাসও চালু করবেন।”

ওই আধিকারিক বলেন, “রাজ্যের শিক্ষানীতিতে সুপারিশ করা হয়েছে যে সেমেস্টার সিস্টেমে প্রশ্নগুলি মাল্টিপল-চয়েস (এমসিকিউ) এবং বর্ণনামূলক ধরণের মিশ্রণ হতে হবে।” কাউন্সিল ২০২৪ সালের নভেম্বরে নির্ধারিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষায় এমসিকিউ নির্ধারণের পরিকল্পনা নিয়ে কাজ করছে। মার্চ ২০২৫ পরীক্ষায়, শিক্ষার্থীদের বর্ণনামূলক প্রশ্নে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি করে সেমিস্টারের পারফরম্যান্সের ভিত্তিতে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে। এই ব্যবস্থার সুবিধা হলো, কোনো শিক্ষার্থী যদি এক সেমিস্টারে আন্ডার পারফর্ম করে, তাহলে পরবর্তী সেমিস্টারে সে তা পুষিয়ে নিতে পারবে। ইতোমধ্যে স্নাতক পর্যায়ে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে এই পদ্ধতি চালু হলে স্কুল থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে মসৃণভাবে উত্তরণ ঘটবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর