গ্রামে গ্রামে পানশালা, জলের দরে বিয়ার-হুইস্কি! ভোটে জিততে প্রতিশ্রুতি প্রার্থীর

লোকসভা ভোট আসছে। আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে লোকসভা ভোটের দামামা বেজে যাবে। আর ভোট আসা মানেই হল রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্রুতির বন্যা। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। যদিও এবার ভোটে এক প্রার্থী এমন এক প্রতিশ্রুতি দিয়েছেন যা শুনে সকলেই থ হয়ে গিয়েছেন রীতিমতো।

তিনি জানিয়েছেন, ভোটে যদি জেতা হয় তাহলে স্বল্পমূল্যে বিয়ার, হুইস্কি দেওয়া হবে। কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই একদম দিনের আলোর মতো সত্যি। শুধু তাই নয়, প্রত্যেকটি গ্রামে খোলা হবে পানশালা। হ্যাঁ এমনই এক দাবি করেছেন নেত্রী। জানা গিয়েছে, মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার চিমুর গ্রামের নির্দল প্রার্থী বনিতা রাউত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতলে মানুষকে ভর্তুকিযুক্ত হুইস্কি এবং বিয়ার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

   

অল ইন্ডিয়া হিউম্যানিটি পার্টির প্রার্থী বনিতা রাউত দরিদ্র ভোটারদের জন্য একটি বিস্ময়কর এবং অপ্রচলিত নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। নির্দল প্রার্থী বনিতা জানিয়েছেন, জিতলে তিনি প্রতিটি গ্রামে বার খুলবেন, সেইসঙ্গে এমপি তহবিল থেকে দরিদ্রদের বিনামূল্যে হুইস্কি এবং বিয়ারও সরবরাহ করবেন। বনিতা রাউত বলেন, “যেখানেই গ্রাম, সেখানেই বিয়ার বার।” রেশনিং ব্যবস্থার মাধ্যমে মদের প্রতিশ্রুতি দিয়ে রাউত বলেন, মদ্যপানের পাশাপাশি বিক্রেতার লাইসেন্স লাগবে।

বনিতা রাউতের দাবি, ‘যেহেতু গরিব লোকেরা কঠোর পরিশ্রম করে এবং মদ পান করেই স্বস্তি পায়। কিন্তু, তারা ভালো হুইস্কি বা বিয়ার কিনতে পারে না। তারা শুধুমাত্র দেশীয় মদ পান করেন। যার ফলে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাই তারা যাতে বিলিতি মদ পান করে তৃপ্তি উপভোগ করতে পারেন সেই কথা ভেবেই মদের দামে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর