ভাঙল সব রেকর্ড! প্রথম দিনে কত মানুষ চাপল গঙ্গার তলার মেট্রোয়? সংখ্যা হুঁশ উড়িয়ে দেবে

ফের একবার নতুন করে রেকর্ড গড়ল কলকাতা মেট্রো। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে গঙ্গার নীচে দিয়ে মেট্রো ছুটতে শুরু করেছে। সবথেকে বড় কথা, এখন সাধারণ মানুষও গঙ্গার নীচে দিয়ে মেট্রো করে ভ্রমণ করার অনুভূতি নিতে পারছেন এখন। এই নিয়ে কলকাতাবাসী থেকে শুরু করে হাওড়াবাসীর গর্বের শেষ নেই।

গত ১৫ জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য এই মেট্রোর দরজা খুলে দেওয়া হয়েছে। এদিকে এই মেট্রো চালু হতেই অতীতের সব রেকর্ড ভেঙ্গে ফেলল কলকাতা মেট্রো, তেমনটাই শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। শনিবার কলকাতা মেট্রোর তরফে একটি তথ্য দেওয়া হয়েছে। আর এই তথ্য শুনে সকলের চোখ একপ্রকার কপালে উঠে গিয়েছে। জানা গিয়েছে, গঙ্গার নীচ দিয়ে দেশের যে প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা শুরু হয়েছে তার সাক্ষী থেকেছেন রেকর্ড সংখ্যক যাত্রী।

প্রথম দিনে ৭০ হাজার মানুষ চাপল মেট্রোয়

   

প্রথম দিনেই এই মেট্রো রুটে সওয়ার হয়েছিলেন ৭০,০০০ যাত্রী। উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ মার্চ উদ্বোধন করার পরে শুক্রবার এই অংশে বাণিজ্যিক শুরু হয়েছে মেট্রোর যাত্রা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে ৪.৮ কিলোমিটার ভূগর্ভস্থ এই অংশে প্রথম দিনে যাত্রীর সংখ্যা ছিল ৭০,২০৪ জন। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এর মধ্যে ২৩,৪৪৪ জন যাত্রী হাওড়া ময়দানে এবং ২০,৯২৩ জন যাত্রী হাওড়ায় চড়েছিলেন, যা ভারতের গভীরতম মেট্রো স্টেশন। মহাকরণ এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রথম দিনে যথাক্রমে ১৩,৪৫৩ এবং ১২,৩৮৪ জন যাত্রী রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছরের অবসান ঘটিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড বিভাগে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এটি দেশের সর্বপ্রথম আন্ডারওয়াটার মেট্রো পেয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর