DA অতীত! এবার মহিলা কর্মীদের জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের

আপনিও কি মহিলা? আপনিও কি সরকারি চাকরি করেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি বড় খবর। এবার রাজ্যের মহিলা কর্মীদের কথা ভাবনা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, আর সরকারের সিদ্ধান্তের কথা শুনে খুশিতে লাফাবেন আপনিও। জানানো হচ্ছে, এবার থেকে রাজ্য সরকারের অধীনে কর্মরত মহিলারা অতিরিক্ত ১০ দিন ছুটি পাবেন।

এই প্রসঙ্গে রাজ্য সরকার জানিয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন অফিসে কর্মরত মহিলা কর্মচারীরা বছরে ১৫টি ক্যাজুয়াল লিভ (সিএল) পেতেন। কিন্তু এবার থেকে তাঁদের ক্যাজুয়াল লিভের সংখ্যা আরও ১০ দিন বাড়ানো হল। অর্থাৎ এবার ছুটির সংখ্যাটা বেড়ে দাঁড়ালো ২৫-এ। এদিকে রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের কারণে খুশির হাওয়া বইছে মহিলা কর্মীদের মধ্যে।

   

তবে আপনি যদি ভেবে থাকেন এই সিদ্ধান্ত বাংলার সরকার নিয়েছে, তাহলে আপনি ভুল ভাবছেন। আসলে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলার একদম পড়শি রাজ্য ওড়িশা। হ্যাঁ মঙ্গলবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত মহিলা কর্মীদের জন্য বছরে ২৫ দিন নৈমিত্তিক ছুটি ঘোষণা করেছেন। এই বিষয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়েছে।

এক আধিকারিক জানিয়েছেন, মহিলা কর্মীরা এখন অতিরিক্ত ১০ দিন সিএল পাবেন এবং এক বছরে তাদের মোট সিএল-এর পরিমান হবে ২৫ দিন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারিবারিক দায়িত্ব এবং মহিলাদের বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে নবীন পট্টনায়ক এই সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্য সরকার আরও বলেছে যে ৯০ এর দশকে ওড়িশাই প্রথম সরকারী চাকরি মহিলাদের জন্য সংরক্ষণের মতো আমূল পদক্ষেপ নিয়েছিল। সম্প্রতি, ওড়িশা সরকার বিভিন্ন বেসরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বছরে ১৫ দিনের নৈমিত্তিক ছুটি ঘোষণা করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মহিলা ব্লক অনুদানপ্রাপ্ত কর্মীদেরও দুটি জন্মের জন্য ১৮০ দিনের সবেতন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর