ভোটের মুখে চাকরি প্রার্থীদের মাথায় বাজ, বড় সিদ্ধান্ত নিল SSC

SSC নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। এদিকে লোকসভা ভোটের আগে ফের একবার মাথায় একপ্রকার বাজ ভেঙে পড়ল চাকরি প্রার্থীদের। কারণ এমন একটি নোটিশ জারি করা হয়েছে যা দেখে ও শুনে সকলেই এক কথায় চমকে উঠেছে।

সবই ঠিক চলছিল কিন্তু আচমকাই আপার প্রাইমারির বা উচ্চ প্রাথমিক স্তরে ইন্টারভিউ প্যানেল বাতিল করে দেওয়া হল। এদিকে বাতিল করে দেওয়ার জেরে স্বাভাবিকভাবে মহা ফাঁপরে করেছেন চাকরি প্রার্থীরা। কয়েকদিন আগে অবধি জানা গিয়েছিল, এবার উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য থেকে পার্সোনালিটি টেস্ট এর প্রক্রিয়া শুরু হচ্ছে। এই মর্মে নোটিশ অবধি জারি করে দেওয়ক হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের তরফে। আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে বলে মনে হচ্ছিল ইন্টারভিউ প্রক্রিয়া। তবে আচমকাই ছন্দপতন ঘটল।

   

এখন খবর, প্রাথমিক স্তরের প্রথম SLST(AT), ২০১৬-এর জন্য প্যারা-শিক্ষকদের জন্য সংরক্ষিত ১০ শতাংশ আসনের জন্য সাক্ষাৎকারের প্রক্রিয়া কমিশন স্থগিত করেছে। যদিও কর্মশিক্ষা ও শরীরশিক্ষার ক্ষেত্রে এটি ছাড় দেওয়া হয়েছে। এখন কমিশন জানাচ্ছে, লোকসভা ভোট ঘোষণা হওয়ার জন্য আপার প্রাথমিক প্যারাটিচার দের ইন্টারভিউ আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীকালে যাবে কবে পরীক্ষা হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে এসএসসি।

আগে যখন কমিশনের ২ এপ্রিল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তা নিয়ে খুশির ঠিকানা ছিল না চাকরি প্রার্থীদের মধ্যে। আগে জানানো হয়েছিল, 1st SLST, ২০১৬-এ উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্ব-শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে যে যে প্রার্থী সফল হয়েছেন, তাদেরই শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। তবে এখন এসএসসি সাফ জানিয়ে দিয়েছে, ইন্টারভিউ প্রক্রিয়া এখন ভোটের কারণে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর