বইবে ৩০-৪০ কিমি বেগে হাওয়া, শনিতে ৫ জেলায় ব্যাপক দুর্যোগের পূর্বাভাস

শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখে যাচ্ছে একদম। তবে আবার মাঝেমধ্যে মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলছে। যাইহোক, আজ সারাদিন কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? আলিপুর হাওয়া অফিসের তরফে জানা যাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গে জুড়ে আজ আকাশ আংশিক মেঘলা সম্ভাবনা রয়েছে।

যদিও আজ থেকে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ সারাদিনই মনোরম আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। যদিও আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কখনো ঠান্ডা তো আবার কখনো গরম, কার্যত এমনই খেলা দেখাচ্ছে বাংলার আবহাওয়া। এই বসন্তে আবহাওয়ার এহেন খামখেয়ালি আবহাওয়া দেখে বেজায় বিরক্ত বঙ্গবাসী।

উত্তরবঙ্গের আবহাওয়া

   

আর কি বৃষ্টি হবে ? নাকি গরম বাড়বে? দোলে কেমন থাকবে বাংলার আবহাওয়া? এই বিষয়ে এবার জানা গেল হাওয়া অফিসের সর্বশেষ আপডেট। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকলেও ঝড় বৃষ্টির তান্ডব চলবে উত্তরবঙ্গে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে আজ দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। অন্তত সম্ভাবনা তেমনটাই।

৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

সেইসঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।  এদিকে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়া বদলে যাবে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর