বিপাকে ভারত, শ্রীলঙ্কার এই সিদ্ধান্তে চাপে নয়া দিল্লি

ফের একবার শিরোনামে উঠে এল শ্রীলঙ্কা। না এবার কোনও আর্থিক সঙ্কট নয়, এবার চিনকে রাস্তা করে দেওয়ার জন্য নতুন করে সকলের আলোচনার বিষয় হয়ে উঠল দ্বীপরাষ্ট্র। এদিকে শ্রীলঙ্কা এমন এক সিদ্ধান্ত নিয়েছে যে কারণে ভারত কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে তা বলাই বাহুল্য।

বড় সিদ্ধান্ত শ্রীলঙ্কার

জানা গিয়েছে, শ্রীলঙ্কা চিনের কাছে নতিস্বীকার করেছে। শ্রীলঙ্কা সরকার বলছে, দেশ তাদের বন্দরে বিদেশি গবেষণা জাহাজ লোড বা ডক করার অনুমতি দেবে। প্রকৃতপক্ষে, শ্রীলঙ্কা এর আগে এই বিষয়টি নিষিদ্ধ করেছিল, তবে কয়েকদিন আগেই শ্রীলঙ্কা জার্মানির একটি জাহাজকে দেশের বন্দরে থামার অনুমতি দিয়েছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শ্রীলঙ্কার উপর চীন ক্ষুব্ধ হয় এবং শ্রীলঙ্কার সামনে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করে।

   

এদিকে এখন চীনের বিরোধিতার পর শ্রীলঙ্কা ইউ-টার্ন নিয়েছে এবং বিদেশী জাহাজগুলিকে বন্দরে জিনিসপত্র ওঠানামা করার অনুমতি দিয়েছে। কয়েকদিন আগেই দু’টি অত্যাধুনিক গবেষণা জাহাজ শ্রীলঙ্কায় আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। এরপরই শ্রীলঙ্কার রনিল বিক্রমাসিংহে সরকার অফশোর রিসার্চ জাহাজ শ্রীলঙ্কার বন্দরে থামার ওপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এখন আচমকাই চোখ পাল্টি করল শ্রীলঙ্কা। দেশ ঘোষণা করে যে এখন থেকে বিদেশি জাহাজকে এখানে থাকার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ চিনের রাস্তা এখন পরিষ্কার। যদিও দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, শুধু জাহাজকে কার্গো ভরার অনুমতি দেওয়া হয়েছে এবং বিদেশী জাহাজগুলি কোনো ধরনের গবেষণা করতে পারবে না।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর