সবথেকে শক্তিশালী ব্র্যান্ড! বিশ্বজুড়ে বাজল ভারতীয় কোম্পানির ডঙ্কা, জয়জয়কার LIC-র

LIC-র মুকুটে নয়া পালক জুড়ল। এবার এই কোম্পানির মুকুটে এবার এমন এক নতুন পালক জুড়েছে যা শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন। আসলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) বিশ্বব্যাপী একটি শক্তিশালী বীমা ব্র্যান্ড হিসাবে আত্মপ্রকাশ করেছে।

এক রিপোর্ট অনুসারে, এলআইসির ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ৯.৮ বিলিয়ন মার্কিন ডলারে। এটিতে ব্র্যান্ড স্ট্রেংথ ইনডেক্স স্কোর ৮৮.৩ এবং সংশ্লিষ্ট AAA ব্র্যান্ড স্ট্রেন্থ রেটিংও রয়েছে। এই বিষয়ে সম্প্রতি একটি বিবৃতি অবধি জারি করেছে এলআইসি। ব্র্যান্ড ফিনান্স ইন্স্যুরেন্সের একটি বিবৃতি অনুসারে, ক্যাথে লাইফ ইন্স্যুরেন্স এলআইসির পরে দ্বিতীয় শক্তিশালী ব্র্যান্ড। ক্যাথে লাইফ ইন্স্যুরেন্সের ব্র্যান্ড মূল্য ৯ শতাংশ বেড়ে ৪৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

   

এরপরেই রয়েছে এনআরএমএ ইন্স্যুরেন্স, যার ব্র্যান্ড ভ্যালু ৮২ শতাংশ বেড়ে ১.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিনা বীমা ব্র্যান্ডগুলো বৈশ্বিক র‍্যাঙ্কিং-এ তাদের আধিপত্য বজায় রেখেছে। পিং-অন ব্র্যান্ডটি চার শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩.৬ বিলিয়ন ডলারে তার অবস্থান ধরে রেখেছে। এরপর তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে চায়না লাইফ ইন্স্যুরেন্স ও সিপিআইসি।

এলআইসি ইন্ডিয়া ২০২২-২৩ অর্থবর্ষে প্রথম বছরের প্রিমিয়াম সংগ্রহ করেছে ৩৯,০৯০ কোটি টাকা। তবে, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এবং এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স ২০২২-২৩ আর্থিক বছরে যথাক্রমে ১৫,১৯৭ কোটি টাকা এবং ১০,৯৭০ কোটি টাকার নতুন প্রিমিয়াম সংগ্রহ অর্জন করে শীর্ষে রেখেছে। এদিকে কেন্দ্রীয় সরকার ২০২২ সালের আগস্ট থেকে এলআইসি কর্মীদের জন্য ১৭% বেতন সংশোধন অনুমোদন করেছে, এতে ১,১০,০০-এরও বেশি কর্মচারী উপকৃত হবেন বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর