সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! ভোটের কারণে ১৫ দিন বন্ধ মদের দোকান, জানুন কবে কবে

আপনিও কি সুরাপান করতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য রয়েছে খুবই খারাপ সংবাদ। ইতিমধ্যে দেশে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে সকলের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। কিন্তু এরই মাঝে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল। টানা অনেকদিন বন্ধ থাকবে মদের দোকান।

যতদিন লোকসভা ভোট চলবে ততদিন বন্ধ থাকবে মদের দোকান। হ্যাঁ ঠিকই শুনেছেন একদম। ভোটের সময় কোথায়, কখন মদের দোকান বন্ধ থাকবে, অর্থাৎ ড্রাই ডে হবে, সে বিষয়ে এবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি দেখে চোখ কপালে উঠেছে সকলের।

   

যেহেতু আগামী ১৯ এপ্রিল থেকে সাত দফায় শুরু হচ্ছে নির্বাচন। চলবে ১ জুন পর্যন্ত। ১৯ এপ্রিল (প্রথম দফা), ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ (ষষ্ঠ দফা) এবং ১ জুন (সপ্তম দফা) নির্বাচন। ৪ জুন হবে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। গোটা নির্বাচন প্রক্রিয়া চলবে ৪৭ দিন ধরে। আর এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী মোট ১৫ দিন বন্ধ থাকবে মদ বিক্রি বা কেনা। আর কমিশনের এহেন সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে সুরাপ্রেমীদের।

জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ এর ধারা 135C ধারায় বন্ধ থাকবে দোকান। কোনও জায়গায় নির্বাচন হলে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে ড্রাই ডে বাস্তবায়ন করা হয়। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এটি চলতে থাকে। এই সময়ে সর্বত্র সব ধরনের মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সব ধরনের নির্বাচনে এই নিয়ম প্রযোজ্য। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর