মার্চে একাধিক ছুটি! বন্ধ স্কুল, কলেজ অফিস! ঘোরার প্ল্যান করার আগে দেখুন নবান্নের হলিডে লিস্ট

২০২৪ সালের তৃতীয় মাস পড়ে গেছে। এর পাশাপাশি শিশু থেকে শুরু করে বড়রাও, বিশেষ করে যারা চাকুরীজীবী তাঁরা ক্যালেন্ডারের পাতা উল্টে ইতিমধ্যে ছুটির (Holiday) তালিকা খুঁজতে শুরু করেছেন। শিশু হোক বা বড়, সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেন ছুটির (Vacation) জন্য। আপনি কি জানেন যে চলতি বছরে কবে কবে ছুটি থাকবে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি।

চলতি বছরের মার্চে (march) শিবরাত্রি (Maha Shivratri) এবং হোলির (Holi) মতো বড় উৎসবের কারণে স্কুল-কলেজ বেশ কয়েকদিন বন্ধ থাকবে। প্রতি বছরই ফেব্রুয়ারি নাগাদ স্কুল পড়ুয়াদের পরীক্ষা শুরু হয় বা পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করা হয়। সেই সঙ্গে সারা দেশের ছেলেমেয়েরা পড়াশোনায় নিমগ্ন হয়ে পড়ে। যদিও মার্চ মাস নাগাদ পরীক্ষার পাশাপাশি ছুটি নিয়ে সকলের মনের মধ্যে একটা আলাদাই উচ্ছ্বাস কাজ করতে শুরু করে দেয়। চূড়ান্ত পরীক্ষা যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বেশ কিছু বড় পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে লম্বা ছুটির পরিকল্পনা করতে থাকেন বিশেষ করে পড়ুয়ারা। ছুটি পেতে কার না ভালো লাগে। বাচ্চা হোক বা বড়, সকলেরই ভালো লাগে। মার্চ মাসে হিন্দু ও খ্রিস্টানদের অনেক বড় উৎসব রয়েছে। দেখে নিন কোন দিনে স্কুল বন্ধ থাকবে এবং কেন।

   

৮ মার্চ শুক্রবার- মহা শিবরাত্রি
২৪ মার্চ রবিবার-ন্যাড়া পোড়া
২৫ মার্চ সোমবার- দোল
২৯ মার্চ শুক্রবার- গুড ফ্রাইডে।

মার্চে ৫টি শনিবার ও ৫টি রবিবার দিবস পালন করবে। সারা দেশে অনেক স্কুল শনি ও রবিবার বন্ধ থাকে। একই সঙ্গে কোনো কোনো স্কুল-কলেজে তৃতীয় শনিবার বা শেষ শনিবার ছুটি রয়েছে। আপনি আপনার স্কুলের ক্যালেন্ডার এবং নিয়ম অনুযায়ী আপনার ছুটির পরিকল্পনা করতে পারেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর