৩৭ লক্ষ স্কুল পড়ুয়াদের জন্য ঘোষণা, এবার মিলবে বড় উপহার! জানাল রাজ্য সরকার

এবার বড় সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিল রাজ্য সরকার। এবার শয়ে শয়ে বা হাজারে নয়, এক ধাক্কায় ৩৭ লক্ষ পড়ুয়াকে স্কুল ব্যাগ দেওয়ার ঘোষণা করল সরকার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এদিকে রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি স্কুল পড়ুয়ার অভিভাবকরা।

গত ১৬ মার্চ রাজ্যের মন্ত্রিসভা সরকারি স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ৩৭ লক্ষেরও বেশি পড়ুয়াকে স্কুল ব্যাগ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয়। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আচমকা কেন এই সিদ্ধান্ত তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এর জন্য যে সরকার অনেক টাকা খরচ হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই।

   

গত ১৬ মার্চ ঝাড়খণ্ড মন্ত্রিসভা সরকারি স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ৩৭ লক্ষেরও বেশি পড়ুয়াকে স্কুল ব্যাগ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয়। মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এই বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বন্দনা দাদেল বলেছেন, রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ৫৭.০৬ কোটি টাকা অনুমোদন করেছে। তিনি আরও বলেন, ‘প্রথম থেকে অষ্টম শ্রেণির সব শিক্ষার্থীকে বছরে স্কুল ব্যাগ দেওয়া হবে। প্রতিটি ব্যাগের দাম পড়বে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা পর্যন্ত। ” সরকারের এহেন সিদ্ধান্তের কারণে পড়ুয়াদের যে অনেক সুবিধা হবে তা বলাই বাহুল্য।

আপনি জানলে আকাশ থেকে পড়বেন, মন্ত্রিসভার বৈঠকে ঝাড়খণ্ড মিলেট মিশনের জন্য ৫০ কোটি টাকা সহ ৫৩টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই বিষয়ে ক্যাবিনেট সচিব বন্দনা দাদেল বলেন, “এই মিশনের আওতায় বাজরা চাষের জমি বর্তমান ৪০,০০০ হেক্টর থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ হেক্টর করা হবে। মন্ত্রিসভা কিষাণ সমৃদ্ধি যোজনার (২০২৩-২৪) জন্য ৮০ কোটি টাকা অনুমোদন করেছে।”

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর