TRP-তে ডাহা ফেল! নতুন নায়ক এনেও চলল না জাদু, বন্ধ হল জনপ্রিয় সিরিয়াল

বাংলা সিরিয়াল প্রেমীদের জন্য রইল এক ধাক্কাদায়ক খবর। এবার পথচলা শেষ হলে জনপ্রিয় মেগার। মূলত TRP-র অভাবে মাত্র কয়েক মাসের মধ্যে শেষ হতে চলেছে জনপ্রিয় মেগাটি। কোনও সিরিয়াল হোক বা নন ফিকশন শো, ভাগ্য নির্ধারণ করে এই টিআরপি। টিআরপি যদি ভালো থাকে তাহলে কোনও ধারাবাহিক বা নন ফিকশনগুলির কপাল খুলে যায়।

যদিও অনেক সময়েই দেখা গিয়েছে, প্রথম থেকে ভালো টিআরপি চললেও পরবর্তী সময়ে গিয়ে স্লট বদলে দিলেও টিআরপি জোটে না। ফলে শেষে যা হয়, বন্ধ হয়ে যায় একের পর এক মেগা, একাধিক শো। এবারও তার ব্যতিক্রম ঘটল না। এবার বন্ধ হতে চলেছে সান বাংলার জনপ্রিয় মেগা।

TRP-র অভাবে বন্ধ হল রূপ সাগরে মনের মানুষ

   

জানা গিয়েছে, মাত্র ৮ মাসের মধ্যে বন্ধ হতে চলেছে সান বাংলার তারকাখচিত সিরিয়াল রূপ সাগরে মনের মানুষ। কয়েকদিন আগেই টিআরপির অভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল , ‘ফাগুনের মোহনা’, ‘বিয়ের ফুল’-এর মতো সিরিয়াল। এবার কোপ পড়ল ‘রূপ সাগরে মনের মানুষ সিরিয়াল’-এর ওপর।

এই সিরিয়ালে মুখ্য চরিত্রে এতদিন দেখা গিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ রুকমা রায়কে। সেইসঙ্গে প্রথম দিকে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল দেবায়ন ভট্টাচার্যকে। ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসুও। গত নভেম্বরে গল্পে আসে বড় টুইস্ট। টিআরপি তালিকায় চমক দেখাতে গল্পে এন্ট্রি হয় হ্য়ান্ডসাম নায়কের। সায়ন মুখোপাধ্যায় ডাক্তার উজান হয়ে পূর্ণার জীবনে আসেন। এরপরেই চলতে থাকে সিরিয়াল নিজের গতিতে। তবে এরই মাঝে দর্শকদের জন্য রইল খারাপ খবর।

ইতিমধ্যে শেষ দিনের শ্যুটিং হয়ে গেল। শ্যুটিং ফ্লোরে সকলেরই মন খারাপ। রূকমা জানান, ‘আমি যেহেতু হিরোইন অনেকটা সময় আমি এখানে কাটিয়েছে। কত শরীর খারাপ, এই মেকআপ রুমে খাওয়া-দাওয়া সব চলেছে। অনেক স্মৃতি…’।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর