মদের আসরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? ছবির আসল সত্যতা জানলে ক্ষোভে ফেটে পড়বেন

চলতি বছরের লোকসভা ভোটের আগে একের পর এক চমকের সাক্ষী থেকেছে রাজ্য থেকে শুরু করে দেশীয় রাজনৈতিক মহল। যার মধ্যে অন্যতম রাজনৈতিক ঘটনা সকলের মধ্যে একটা আলাদাই উত্তেজনা তৈরি করেছে। আর সেটা হল কলকাতা হাইকোর্টের বিচারপতির কুর্সি ছেড়ে রাজনৈতিক দুনিয়ায় পা রাখা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘটনা। এরই মাঝে তাঁর একটা ছবি প্রকাশ্যে এসেছে যা দেখে সকলের চোখ কার্যত কপালে উঠে গিয়েছে।

SSC মামলায় মাসের পর মাস ধরে কলকাতা হাইকোর্টে নিজের দাপুটে মনোভাব দেখিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের শাসক দল তৃণমূল ও তাঁর মধ্যে দিনে দিনে একটা সাপে নেউলে সম্পর্ক হয়ে গেছে। বলা ভালো, তিনি ‘টার্গেট’ হয়ে গিয়েছিলেন। এরপর আচমকাই বিচারপতির পদ ছেড়ে একদিন রাজনৈতিক ময়দানে নামার ঘোষণা করেন প্রাক্তন জাস্টিস গঙ্গোপাধ্যায়। আর জন্য তিনি তৃণমূলকে ধন্যবাদ জানান। যাইহোক, এখন তিনি বিজেপির একজন সদস্য। তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি ভোটে দাঁড়াতে পারেন বলে জল্পনা তুঙ্গে উঠেছে। কিন্তু এরই মাঝে এমন একটি ছবি প্রকাশ্যে এল যা দেখে সকলেই হতচকিত হয়েছেন।

   

সম্প্রতি একটি ফেসবুক পোস্ট করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, ‘শুভেন্দু অধিকারী মহাশয়ের বাড়িতে, পরিবারের সাথে ও বর্ষিয়ান নেতা শিশির অধিকারী মহাশয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ।’ এই ছবিতে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে। সেইসঙ্গে তাঁদের সামনে রয়েছে নানা রকমের খাবার, গ্লাস, বোতল। আর এই নিয়ে এবার আসরে নেমেছেন তৃণমূল নেতা উদয়ন গুহ।

তিনি লেখেন, ‘কি যুগ এলো একসাথে ভগবান খান, শিশির খান এবং শিশির বিন্দুও খান।’ যদিও এই ছবিটি অনেকেই মনে করছেন এডিট করা। ইতিমধ্যে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ছবিটা সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং সংস্থা ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের ফ্যাক্ট ক্রিসেন্ডো বাংলা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর