২-৫ নয়, একবারে পেট্রোল-ডিজেলের দাম কমল ১৫ টাকা! ভোটের আগে ঘোষণা কেন্দ্রের

পেট্রোল ও ডিজেল নিয়ে ফের একবার স্বস্তিতে মানুষ। আর ২ টাকা বা ৩ টাকা নয়, এবার এক ধাক্কায় ১৫ টাকা সস্তা হল জ্বালানির দাম। হ্যাঁ এবার ১৫ টাকা পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সমগ্র দেশজুড়ে ২ টাকা করে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।

তবে লোকসভা ভোটের মাত্র আর কয়েকদিন বাকি থাকতে মানুষকে আরও স্বস্তি দিল সরকার। এবার মানুষকে বড় উপহার দিল কেন্দ্র। সম্প্রতি পেট্রোল ডিজেলের দাম ২ টাকা কমানোর পর এবার রাজ্যের মানুষকে বড় উপহার দিল কেন্দ্রীয় সরকার। সরকার পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ১৫.৩ টাকা কমিয়েছে বলে খবর। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কোন রাজ্যে এই দাম কমেছে? তাহলে ঝটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি।

লাক্ষাদ্বীপে ১৫ টাকা কমে মিলছে পেট্রোল-ডিজেল

   

জানা গিয়েছে, কেন্দ্রীয় শাসিত রাজ্য লাক্ষাদ্বীপের অ্যান্ড্রোট ও কালপেনি দ্বীপপুঞ্জের জন্য সরকার পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ১৫.৩ টাকা কমিয়েছে। কাভারাত্তি ও মিনিকয়ের ক্ষেত্রে লিটার প্রতি ৫.২ টাকা কমানো হয়েছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে এক্স-এ পোস্ট করে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে যে শনিবার থেকে এই দাম হ্রাস করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, লাক্ষাদ্বীপের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসিএল) কাভরত্তি, মিনিকয়, অ্যান্ড্রোট এবং কালপেনিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে। এই সরকারি সংস্থার ডিপোগুলি কাভারাত্তি এবং মিনিকয়ে। এগুলি কেরালার কোচির আইওসিএল ডিপো থেকে সরবরাহ করা হয়।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর