চালান কাটার মেসেজ এলে হয়ে যান সাবধান! ভুলেও দেবেন না জরিমানা

বর্তমান সময়ে বহু মানুষের কাছে গাড়ি রয়েছে। আর গাড়ি রয়েছে অথচ চালান কাটা হবে না সেটা তো হতেই পারে না। তবে আপনি জানলে অবাক হবেন, এই চালান সংক্রান্ত একটি প্রতারণা চক্র সক্রিয় হয়ে রয়েছে। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

বর্তমান সময়ে দেশে অনলাইন প্রতারণার ঘটনা যেন বেড়েই চলেছে। এদিকে এবার প্রতারকদের হাতিয়ার হয়েছে ই চালান। এখন প্রতারকরা ই-চালানের লিঙ্ক পাঠিয়ে এবং সরকারি ওয়েবসাইটগুলি নকল করে মানুষকে টার্গেট করছে। গত কয়েকদিনে বহু মানুষ মোবাইল ফোনে ই-চালানের ভুয়ো মেসেজ পেয়েছেন বলে অভিযোগ। বিশেষ বিষয় হল এই মেসেজে আপনার গাড়ির নম্বর এবং চালানের কত টাকা সেটা লেখা থাকে। এছাড়া কোথায় পেমেন্ট করতে হবে সেটারও একটি লিঙ্ক পাঠানো হচ্ছে। আর এই অবস্থা দেখে চোখ কপালে উঠেছে সকলের।

   

কিন্তু ভুলেও এই লিঙ্কে কিন্তু ক্লিক করতে যাবেন না। এটা পুরোটাই প্রতারণা চক্র। এই ভুলভাল লিঙ্কে ক্লিক করলে মুহূর্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোনটা ভুয়ো আর কোনটা আসল মেসেজ? তাহলে জেনে নিন উপায়।
এর জন্য প্রথমে https://echallan.parivahan.gov.in/ পরিবহনের ওয়েবসাইটে যান এবং চালানটি ডাউনলোড করার চেষ্টা করুন। আসল চালান সহজেই ডাউনলোড করা যায়। এখানে চালান দেখতে না পেলে এই মেসেজটি ভুয়ো।

সন্দেহজনক ই-চালানে দেওয়া লিঙ্কের ডোমেনটি পরীক্ষা করুন। যদি এটি gov.in শেষ হয় তবে এর অর্থ এটি বাস্তব। এমনকি আসল চালানে গাড়ির ছবি এবং অন্যান্য সমস্ত বিবরণ ছাড়াও গাড়ি এবং মালিকের সম্পূর্ণ বিবরণ থাকবে। আপনি যদি কোনও সাধারণ নম্বর থেকে এই মেসেক পেয়ে থাকেন তবে লিঙ্কটিতে ক্লিক করবেন না কারণ এটি আপনার ব্যাংক এবং কার্ডের বিশদ চুরি করতে পারে। চালানটি যাচাই করতে হেল্পলাইনে পুলিশকে ফোন করুন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর