শিয়ালদা লাইনে লোকাল ট্রেনের চালক, গার্ডদের কেবিনে বসবে AC! বড় সিদ্ধান্ত পূর্ব রেলের

মুম্বই হওয়ার পথে কলকাতা। এখন নিশ্চয়ই ভাবছেন কী হল? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি। ২০১৬ সালে মুম্বইয়ে প্রথম এসি লোকাল ট্রেন চালানো হয়। এই নিয়ে মুম্বাইয়ের মানুষজনের গর্বের শেষ নেই। কিন্তু এবার মুম্বাইয়ের ধাঁচে এবার কলকাতাও পেতে চলেছে এসি লোকাল।

আপনিও জানলে খুশি হবেন, এবার রেলের শিয়ালদহ ডিভিশনও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও এটাই সত্যি। কোন কোন রুটে এসি লোকাল চলবে? কবে থেকে এই পরিষেবা শুরু হবে তা জানতে কী আপনিও কৌতূহলী? তাহলে পড়ে নিন আর্টিকেলটি। আসলে ট্রেনের চালক ও গার্ডদের শারীরিক ভাবে ফুরফুরে থাকতে হয়। যদিও এখন কাজের চাপটা দিন দিন আরও বেড়েই চলেছে।

   

সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে, রেলের প্রচুর শুন্যপদ রয়েছে। কবে সেগুলি ভরবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে পদ শুন্য হওয়ায় লোকো পাইলট থেকে শুরু করে বহু রেল কর্মীর কাজের চাপ বাড়ছে। অনেককে আবার অতিরিক্ত কাজও করতে হচ্ছে। তবে এবার সকলের কথা ভাবনাচিন্তা করে বড় সিদ্ধান্ত নিল রেল। লোকাল ট্রেনের মোটরম্যান ও গার্ডের কেবিনকে শীতাতপ নিয়ন্ত্রিত করতে উদ্যোগী হল রেল বলে খবর।

এই বিষয়ে বড় মন্তব্য করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলছেন, ‘এ পর্যন্ত আমরা ২৪৬টি লোকাল ট্রেনে মোটরম্যান্যানস ক্যাবকে এসি-নিয়ন্ত্রিত করেছি। এর মধ্যে হাওড়া ডিভিশনে ১১০টি এব আসানসোল ডিভিশনে ১৩৬টি ট্রেন।’ ট্রেনের চালক ও গার্ডদের জন্য নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজনও করে ভারতীয় রেলের প্রতিটি জোন। বাড়ির সদস্যদেরও কাউন্সেলিংয়ের জন্যও ক্যাম্প করা হয়েছিল। সেই ক্যাম্পে রেলকর্মীদের পরিবারের সদস্যদের বোঝানো হয়েছিল, কতটা কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয় তাঁদের।

ফলে সবকিছু ভাবনা চিন্তা করে এসি কামরা লাগানোর জেরে মানসিক ও শারীরিকভাবে আরও অনেকটাই তরজাতা ও সতেজ থাকবেন ট্রেনের গার্ড এবং চালকরা বলে আশাবাদী সকলে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর