পশ্চিমবঙ্গ সরকারের নয়া স্বাস্থ্যসাথী কার্ড, উপকৃত হবেন কয়েক লক্ষ মানুষ! আপনার আছে?

আপনার কাছেও কি স্বাস্থ্যসাথী কার্ড আছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে একের পর এক কাজ করেই চলেছে সরকার। বাংলার সরকার সকলের জন্যই কিছু না কিছু সিদ্ধান্ত নিয়েছে। আনা হয়েছে বেশি কিছু প্রকল্প। যার মধ্যে অন্যতম বড় পদক্ষেপ হল স্বাস্থ্যসাথী প্রকল্প।

এই কার্ডের মাধ্যমে মাসের পর মাস ধরে রাজ্যের বহু মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। এই কার্ডের দরুণ চিকিৎসা পরিষেবা পাওয়া এখন আরই সহজ হয়ে গিয়েছে বলে খবর। তবে এই ব্যবস্থায় একটি নয়া নিয়ম এসেছে যা আপনারও জেনে রাখা জরুরি বইকি। আপনার কাছেও কি এই কার্ড রয়েছে? তাহলে ঝটপট জেনে নিন নয়া আপডেট।

   

এবার রাজ্যে এল নয়া স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ডের মাধ্যমে আরো বহু মানুষ সুবিধা পাবেন বলে খবর। বিশেষ কিছু মানুষ এই নতুন কার্ডের পরিষেবা পাবেন। মুলত পশ্চিমবঙ্গ সরকার এবার একটু ভিন্ন ধরনের স্বাস্থ্যসাথী কার্ড চালু করল। আর এই বিশেষ কার্ডটি চালু করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য।

২৮ লক্ষ মানুষ পাবেন এই সুবিধা

ই-কার্ডের মাধ্যমে ভিন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিক থেকে শুরু করে মজদুররা সেখানকার হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে জনজাতি সম্প্রদায় এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের সঙ্গে করা বৈঠকে এই কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন।

বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রী জানান, ”আমাদের অনেক শ্রমিক-মজদুর রয়েছেন, যাঁরা অন্য রাজ্যে কাজ করেন। আজ থেকে ওঁদের হাতে একটা আলাদা স্বাস্থ্যস্বাথী কার্ড দিচ্ছি। এঁরা বাইরে কাজ করেন। যখন শরীর খারাপ হয়, তখন ঘরে খবর পাঠান। যে ঘরের মানুষ তা ভাববে, দেখবে। কিন্তু তাঁদের চিকিৎসা করানোর টাকা থাকে না। আমাদের ২৮ লক্ষ বাইরে কাজ করে এমন শ্রমিক-মজদুরদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আলাদা ভাবে দিচ্ছি।”

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর