আর নয় ঝঞ্ঝাট! এবার সাবওয়ে দিয়ে হাওড়া স্টেশন থেকে যাওয়া যাবে মেট্রোয়

সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে গঙ্গার নীচে দিয়ে শুরু হল মেট্রো পরিষেবা। গঙ্গার তলা দিয়ে এখন ছুটছে মেট্রো। দেশের মধ্যেই প্রথম এই কলকাতা শহরেই শুরু হয়েছে এই মেট্রো পরিষেবা। এদিকে এই মেট্রো পরিষেবাকে ঘিরে কলকাতা ও হাওড়াবাসীর এখন গর্বের শেষ নেই। এসপ্ল্যানেড থেকে শুরু করে হাওড়া ময়দান অবধি চলছে গঙ্গার তলা দিয়ে মেট্রো।

সবথেকে বড় কথা এখন চোখের নিমিষেই কলকাতা থেকে হাওড়া পৌঁছে যেতে পারছেন সাধারণ মানুষ। ভাড়াও কম। এদিকে এই মেট্রোতে প্রত্যেকদিন বহু মানুষ ভিড় জমাচ্ছেন। ১২ থেকে ১৫ মিনিট অন্তর মিলছে এই মেট্রো পরিষেবা। তবে আগামী দিনে যাত্রীদের ভিড়ের উপর নির্ভর করে এই সময়সীমা আর একটু কিছুটা কমানো হবে বলে জানা যাচ্ছে। তবে এরই মাঝে এবার প্রকাশ্যে উঠে এলো আরো বড় খবর। বিশেষ করে আপনিও যদি হাওড়া রেল স্টেশন দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য।

   

জানা যাচ্ছে, এবার এই মেট্রো স্টেশন এবং রেল স্টেশন জুড়তে চলেছে খুব শীঘ্রই। এতে করে এবার সহজেই ট্রেন থেকে নেমে মেট্রোতে বা মেট্রো থেকে নেমে ট্রেনে উঠে যেতে পারবেন সাধারণ মানুষ। তৈরি হচ্ছে আরও এক নতুন সাবওয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ফলে এবার কলকাতা আরো একবার অত্যাধুনিক হওয়ার পথে যে এগোচ্ছে তা বলাই বাহুল্য।

মেট্রো স্টেশনে যাওয়ার জন্য হাওড়ায় সাবওয়ে

যদিও বিষয়টি এখনো ভাবনার মধ্যেই রয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে মুখ খুলেছেন মেট্রো রেলের জেনারেল ম‌্যানেজার পি উদয়কুমার রেড্ডি। তিনি জানাচ্ছেন, লোকাল ট্রেনের যাত্রীদের মেট্রো পর্যন্ত পৌঁছতে অনেকটা সময় লেগে যাচ্ছে। ফেরার সময়ও একই বিষয়। অনেকটা ঘুরে যেতে হচ্ছে।  যে কারণে এবার যদি একটা সাবওয়ে তৈরি করে দেওয়া যায় তাহলে যাত্রীদের অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন মেট্রো রেল কর্তৃপক্ষরা। কানাঘুষো এও শোনা যাচ্ছে যে, চলতি বছরের দুর্গাপুজোর আগেই হয়তো এই সাবওয়ে পরিষেবা শুরু হয়ে যাবে।

পি উদয়কুমার রেড্ডি জানাচ্ছেন, প্রথমদিন যেখানে ৭০ হাজারের বেশি যাত্রী এই মেট্রো পরিষেবা নিয়েছিলেন এখন সেই সংখ্যাটা বেশ অনেকটাই কমে হয়ে গিয়েছে। মূলত যাতায়াতে সমস্যার কারণেই এটা হচ্ছে বলে মত উদয়কুমার রেড্ডির। এহেন অবস্থায় একটি সাবওয়ে তৈরি করলে সমগ্র চিত্র বদলে যাবে বলে মনে হচ্ছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর