৩০ মিনিট আগেই ছুটি! স্কুলের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের

আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনিও কি স্কুলে শিক্ষকতা করেন? তাহলে আপনার জন্য রইল একটি দারুণ সুখবর। ইতিমধ্যে শেষ হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরিক্ষা। ফলে এখন কিছুটা হলেও স্বস্তিতে হাত পা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। হ্যাঁ অবশ্য খাতা দেখার মতো গুরুত্বপূর্ণ কাজ করছেন শিক্ষক-শিক্ষিকারা। তবে আপনি জানলে খুশি হবেন, সময়ের আগে শিক্ষক শিক্ষিকারা স্কুল থেকে বেরিয়ে যেতে পারেন বলে জানিয়ে দেওয়া হল।

রমজান উপলক্ষে ঘোষণা

কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে এখন রমজান মাস চলছে। আর এই রমজান মাস উপলক্ষে বেশ কিছু ঘোষণা করেই চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে অনেকটাই সস্তাই রেশন দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে এবার আরও এক ধাপ এগিয়ে বড় ঘোষণা করা হল বাংলায়।

৪টের আগেই ছুটি শিক্ষক, শিক্ষিকাদের

   

এবার নির্ধারিত সময়ের আগেই স্কুল থেকে চলে যেতে পারবেন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। এমনই ঘোষণা করে কার্যত নজির গড়ল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে সকলে নয় কিন্তু। এই নির্দেশিকা জারি করা হয়েছে যারা মুশলিম শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের জন্য। এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কটা নাগাদ স্কুল থেকে বেরনো যাবে? এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, দুপুর ৩:৩০ মিনিটেই স্কুল থেকে চলে যেতে পারবেন শিক্ষকরা।

৩০ মিনিট আগেই বেরিয়ে যেতে পারবেন শিক্ষক থেকে কর্মীরা

জানা গিয়েছে, আগামী এক মাস শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে অশিক্ষক কর্মীরা এই সুযোগ পাবেন। এদিকে পর্ষদের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলে। বুধবার পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘২০১১ সালের ২ অগস্ট রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেটার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে যে রোজার সময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদনপ্রাপ্ত স্কুলের মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা দুপুর তিনটে ৩০ মিনিটেই স্কুল থেকে চলে যেতে পারবেন।’

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর