রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মুকেশ আম্বানি করলেন এমন কাজ! ধন্য ধন্য করছে গোটা ভারত

আজ রাম মুখরিত গোটা দেশ। রাম মন্দিরের (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে ঘিরে শুধুমাত্র ভারতই (India) নয়, মেতে উঠেছে বিশ্বের অন্যান্য দেশও। রাম মন্দির নিয়ে কার্যত দেশে-বিদেশে তুমুল আলোচনা ও আনন্দ উদযাপন চলছে। সাধারণ থেকে বিশেষ, মানুষ এই বিশেষ দিনটি উদযাপন করছে।

আজ দুপুর ১২টার পর ১২১ জন আচার্যের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হবে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। এরই মাঝে নতুন করে সংবাদ শিরোনামে উঠে এলেন ধনকুবের ব্যবসায়ী মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মুকেশ আম্বানির বাড়ি যেন সেজে উঠেছে নব বধূর মতো । দেশের সবচেয়ে দামি বাড়িটি হয়ে উঠেছে মনোরম। রামলালার অভিষেকের প্রাক্কালে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া (Antilia) জয় শ্রীরামের শিল্পকর্ম এবং গেরুয়া রঙে আলোকিত হয়ে উঠেছে। গোটা অ্যান্টিলিয়ায় জয় শ্রীরামের লেখা দেখা যায়।

   

মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া নামের বাড়িতে আলোর পাশাপাশি শোনা যাচ্ছে জয় শ্রীরামের মিষ্টি কণ্ঠস্বরও। একই সঙ্গে এর ভিডিওও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। মুকেশ আম্বানির বাড়ির ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসায় পঞ্চমুখ ব্যবহারকারীরা। এই ছবি দেখে নেটিজেনরা একপ্রকার মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন।

মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া একটি ২৭ তলা ভবন। এদিকে এবারে রামের প্রতি তাদের বিশ্বাস যেন আরও দৃশ্যমান হয়ে উঠছে। আজ রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত অংশ নিতে চলেছেন। এদিকে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, ইশা আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা এবং রাধিকা মার্চেন্ট। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে চলেছেন বহু বড় বড় ব্যক্তিত্ব।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর