এবার চিনের নজর দার্জিলিংয়ে, বড়সড় ঘোষণা করল জিনপিং এর দেশ! উপকৃত হবে বাংলা

ভারত (India) নানা জিনিসের জন্য বিখ্যাত। ভারতে এলে সকলেই নানা রঙের সংস্কৃতি, খাবার, একাধিক ভ্রমণের জায়গা ইত্যাদি বহু জিনিস দেখতে পারবেন। তবে এই বিখ্যাত জিনিসগুলির মধ্যে অন্যতম হল ভারতের চা পাতা (Tea Leaf)। সে আসাম (Assam), সিকিম (Sikkim) বা দার্জিলিং (Darjeeling) চা (Tea) হোক, গোটা বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা রয়েছে।

বছরের পর বছর কেটে গেলেও এই জনপ্রিয়তায় একবিন্দু ঘাটতি হয়নি। ভারতীয়রা তো বটেই, বিদেশিদের মধ্যেও এই চা খাওয়ার প্রবণতা যেন সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়ে যাচ্ছে।বিশেষ করে চিনের (China) যুবক যুবতীদেরও মনে ধরেছে আসাম, সিকিম, দার্জিলিং-এর চা। আর এই নিয়েই এবার কার্যত আসরে নামতে চলেছে ড্রাগনের দেশ। হ্যাঁ ঠিকই শুনেছেন।

বড় ঘোষণা করেন কলকাতায় থাকা চিনা কনসাল জেনারেল ঝা লিইউ

   

আর এমনই জল্পনা উস্কে দিয়েছেন কলকাতায় থাকা চিনা কনসাল জেনারেল ঝা লিইউ। তিনি শুক্রবার সল্টলেকে নিজের বাসভবনে বড় মন্তব্য করেন। তিনি বলেন, ‘সকলের চাহিদার কথা মাথায় রেখে চিন সরকার গুরুত্ব দিচ্ছে কলকাতা থেকে ভারতীয় চা চিনে রপ্তানির।‘ কনসাল জেনারেল পাশাপাশি  দাবি করেন, চিনা সরকার গত ৯ মাসে ১ লাখ ৮০ হাজার ভারতীয়কে ভিসা দিয়েছে। এর মধ্যে  ৮ হাজার ভিসা দেওয়া হয়েছে কলকাতা থেকে।

কলকাতা থেকে যে আট হাজার জনকে ভিসা দেওয়া হয়েছে তার মধ্যে প্রায় ৩০০ জন পড়ুয়া রয়েছেন যারা চিনে মেডিকেল পড়তে গিয়েছেন। যদিও কোভিড ও সীমান্তে উত্তেজনা চলাকালীন সময় থেকেই ভারত ও চিনের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল এখনো অবধি বন্ধ রয়েছে। এই জট কবে কাটবে সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

tea garden

যদিও ঝাঁ লিইউ-র আশা এই পরিস্থিতির উন্নতি হবে চলতি বছরেই। ভারত ও চিনের মধ্যে বিমান চলাচল শুরু হলে পর্যটক ও ব্যবসার পরিধি আরও বৃদ্ধি পাবে বলে ধারণা তাঁর। এর ফলে লাভবান হবে দুপক্ষই। প্রশ্ন উঠছে, তাহলে আরও চা ভারত থেকে যাবে চিনে?

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর