পান, গুটখা খেয়ে থুতু ফেলছেন মেট্রো স্টেশনে? এবার নেই রেহাই! জানিয়ে দিল রেল

ভালো মেট্রো ও মেট্রো স্টেশন চালু করেও যেন শান্তি নেই। গঙ্গার নীচে দিয়ে মেট্রো ছুটছে এখন। এই নিয়ে কলকাতা শহর থেকে শুরু করে হাওড়াবাসীর গর্বের শেষ নেই। কিন্তু নতুন এই মেট্রো পরিষেবা শুরু হতেই চরম বিপাকে পড়ল মেট্রোরেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, লাল দাগে ভরে যাচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন। আর যা মেট্রো কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমনিতেই হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড করিডরের সদ্য চালু হওয়া স্টেশনগুলিতে আবর্জনা না ছড়ানোর জন্য যাত্রীদের অনুরোধ করেছে কলকাতা মেট্রো রেল। ঝাঁ চকচকে স্টেশনগুলিতে রেল যাত্রীরা গুটখা খেয়ে থুতু ফেলছেন বলে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট হয়েছে। আর এই ঘটনায় এবার নড়েচড়ে বসেছে মেট্রো কর্তৃপক্ষ।

   

মেট্রোর তরফে জানানো হয়েছে, সম্প্রতি দেখা গিয়েছে, যাত্রীদের একাংশ নতুন করিডরে পানের পিক, গুটখা খেয়ে থুতু ছিটিয়ে এবং প্লাস্টিক ফেলে মেট্রো স্টেশনগুলিকে বিকৃত করছেন। এই ঘটনার পর কলকাতা মেট্রোকে অপরিচ্ছন্ন হয়ে উঠছে স্বাভাবিকভাবেই। দেশের প্রাচীনতম মেট্রো নেটওয়ার্ক নর্থ-সাউথ মেট্রো (ব্লু লাইন) পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতীক হলেও কলকাতা মেট্রোর ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই করিডোরগুলিতেও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন বলে মত কলকাতা মেট্রোর।

এই থুতুকাণ্ডে বেজায় চটেছেন খোদ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘স্টেশনকে আমাদের ঘরের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেননা ঘরে যেমন আমরা বসবাস করি ঠিক সেই রকমই প্রতিদিন এই সকল স্টেশন দিয়েই আমরা যাতায়াত করে থাকি। সুতরাং একটি স্টেশন একটি ঘরের থেকে আলাদা কিছু নয়। অন্যান্য যাত্রীদের এই ঘটনায় রুখে দাঁড়াতে হবে। যখনই দেখবেন কেউ পানের পিক অথবা গুটখার পিক ফেলছেন, তখনই অন্যান্য সহযাত্রীদের বারণ করতে হবে।’ যদি এই থুতু ফেলার ঘটনা মেট্রো কর্মীদের নজরে আসে তাহলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে যাত্রীদের।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর