আরও আরামে সফর, একাধিক ট্রেনে অত্যাধুনিক রেক আনল পূর্ব রেল! চলবে এই শাখায়

বর্তমান সময়ে ভারতের বেশিরভাগ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে ট্রেনকেই ভরসা করেন এবং ভ্রমণ করেন। আর হবে নাই বা কেন। ভারতে একদিকে যেমন রেলে ভ্রমণ সস্তা এবং আরামদায়ক। এই কারণে, ভারতীয় রেলকে দেশের লাইফলাইন হিসাবে বিবেচনা করা হয়।

ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতে মোট রেল স্টেশনের সংখ্যা প্রায় ৮০০০। এদিকে সময়ের সাথে সাথে ভারতীয় ট্রেন এবং স্টেশনগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ভারতীয় রেল বেশ উন্নত এবং এখানকার ট্রেন এবং স্টেশনগুলি বেশ হাই-টেক হয়ে উঠেছে। বর্তমানে ভারতীয় রেল অনেক হাইস্পিড ট্রেন চালাচ্ছে। যাইহোক, আপনিও কি ট্রেনে উঠতে ভালোবাসেন? বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি।

   

বাংলার লক্ষ লক্ষ মানুষের জীবন নির্ভর করে রয়েছে এই ট্রেন পরিষেবার ওপর। ফলে এবার বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার চার জোড়া ট্রেনের রেক বদলে দিয়ে সকলকে চমকে দিল পূর্ব রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই মর্মে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। এদিকে পূর্ব রেলের এহেন সিদ্ধান্তের কারণে বেজায় খুশি সকলে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন ট্রেনের রেক বদল করা হয়েছে?

পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, ট্রেন নম্বর ০৩০৭৯/০৩০৮০ বর্ধমান-রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার, ০৩৪১১/০৩৪১২ রামপুরহাট-বারহাওরা-রামপুরহাট প্যাসেঞ্জার, ০৩০৮১/০৩০৮২ রামপুরহাট-জেসিডিহি-রামপুরহাট প্যাসেঞ্জার এবং ০৩৪০৭/০৩৪০৮ রামপুরহাট-সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনের রেক বদল করা হয়েছে। সবথেকে বড় কথা, রেলে ভ্রমণের সংজ্ঞাটাই বদলে যেতে চলেছে সকলের। এই ট্রেনে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আরাম করে বসার জন্য গদি থাকবে। এর পাশাপাশি কামরাগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে এবং কামরায় থাকবে মডিউলার বায়ো টয়লেট। থাকবে জিপিএস ব্যবস্থাও।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর