গঙ্গার নীচের পর আরেকটি প্রতীক্ষিত রুটে সফল ট্রায়াল! চরম সুখবর দিল মেট্রো

মেট্রো যাত্রীদের জন্য রইল আরো এক সুখবর। বর্তমান সময়ে গঙ্গার নীচে দিয়ে ছুটছে মেট্রো, শুরু হয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো পরিষেবা। আর এই মেট্রো পরিষেবা নিয়ে কলকাতা শহরবাসী থেকে শুরু করে হাওড়াবাসীর মধ্যে গর্বের শেষ নেই। কারণ এই পরিষেবা ভারতের মধ্যে প্রথম বাংলায় শুরু হয়েছে।

এখন এই নিয়ে মাতামাতি করছেন মানুষ। তবে দাঁড়ান, মেট্রো রেল যাত্রীদের জন্য রয়েছে আরো বড় সুখবর। এবার আরও একটি মেট্রো রুটের সূচনা ঘটতে চলেছে। এটিও ছিল মানুষের দীর্ঘ প্রতীক্ষিত। আপনিও কি জানতে কৌতূহলী যে কোন রুটের মেট্রো পরিষেবা শুরু হচ্ছে? তাহলে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

   

জানা গিয়েছে, এবার নোয়াপাড়া থেকে বারাসাত এর মেট্রো করিডোর লাইনের নোয়াপাড়া বিমানবন্দর অংশ থেকে দমদম ক্যান্টনমেন্ট অব্দি ট্রায়াল রানে সফলতা পেল কলকাতা মেট্রো। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৬:১৮ নাগাদ এই ট্রায়াল রান শুরু হয়। ট্রায়াল রানে মোট ২ রাউন্ড ট্রিপ সম্পূর্ণ করেছে মেট্রোর একটি মেধা রেক। ঘন্টায় ৭৩ কিলোমিটার বেগে ছুটেছিল এই মেট্রো। এদিকে এই খবর চাউর হতেই মেট্রো যাত্রীদের মধ্যে খুশির ঠিকানা নেই।

নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দরের দূরত্ব ৬.৫ কিলোমিটার। কাজ চলছে জোরকদমে। এদিকে প্রশ্ন উঠছে, কবে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা? এই বিষয়ে এখনও কিছু জানায়নি মেট্রোরেল কর্তৃপক্ষ। এটুকু জানা যাচ্ছে, সেদিন বেশি দূরে নয় যখন এই রুটে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর