৫০ বা ১০০ নয়! এক্কেবারে ৩০০ টাকা ছাড়, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে LPG-র দাম

নতুন মাস অর্থাৎ এপ্রিল মাস আসছে। আর এপ্রিল মাস আসা মানেই হল নতুন নতুন কিছু নিয়মে পরিবর্তন আনা বা নতুন নিয়ম তৈরি করা। এবার গ্যাস সিলিন্ডার নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এক সিদ্ধান্তের কারণে দেশের কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটতে চলেছে।

আপনি কি জানেন যে এবার এক ধাক্কায় ৩০০ টাকা কমল গ্যাস সিলিন্ডারের দাম? শুনতে অবিশ্বাস্যকর লাগলেও এটাই কিন্তু সত্যি। ফলে কলকাতা সহ দেশের মেট্রো শহরগুলিতে এখন বেশ অনেকটা কমেই মিলবে রান্নার গ্যাস। আসলে লোকসভা নির্বাচনের আগে, সরকার উজ্জ্বলা যোজনার আওতায় দরিদ্র মহিলাদের জন্য এলপিজি সিলিন্ডারের প্রতি ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

   

আগামী ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। আর এর মেয়াদ থাকবে পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চ অবধি। গত বছরের অক্টোবরে সরকার ১৪.২ কেজি সিলিন্ডারের প্রতি বছরে ১২টি রিফিলের জন্য ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছিল। চলতি অর্থবর্ষে সিলিন্ডার প্রতি ভর্তুকি ছিল ৩০০ টাকা, যা ৩১ মার্চ শেষ হবে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (সিসিইএ) এখন এই ভর্তুকি ২০২৪-২৫ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এই পদক্ষেপের ফলে প্রায় ১০ কোটি পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। আর জন্য সরকারের ১২,০০০ কোটি টাকা খরচ হবে। কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৮২৯ টাকা। কিন্তু উজ্জ্বলা যোজনার উপভোক্তারা ৫২৯ টাকায় পাবেন। আর দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের একটি সিলিন্ডার কিনতে খরচ পড়বে যথাক্রমে ৫০৩ টাকা, ৫০২.৫ টাকা এবং ৫১৮.৫ টাকা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর