বীরভূমে বড় খেলা! শতাব্দীর বিরুদ্ধে যাকে প্রার্থী করছে BJP, শুনেই কাঁপছে তৃণমূল

লোকসভা ভোটের মুখে একের পর এক রাজনৈতিক দল নিজেদের প্রার্থী তালিকায় চমক দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে নেই তৃণমূল থেকে শুরু করে বিজেপি। এবারে বাংলার ৪২টি আসনে বেশ কিছু পুরনো মুখ বদলে নতুন মুখ বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রের লোককে টিকিট দিয়েছে তৃণমূল। যেমন রচনা ব্যানার্জী থেকে শুরু করে প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান।

অন্যদিকে BJP-ও বেশ কিছু নতুন মুখকে ভোটের টিকিট দিয়েছেন। যেমন সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র, কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। এখন শোনা যাছে প্রাক্তন IPS অফিসার দেবাশিস ধরকে বিজেপি টিকিট দিতে পারে। এদিকে দেবাশিস ধর ইতিমধ্যে নিজের ইস্তফাপত্র রাজ্য থেকে শুরু করে দিল্লিতে পাঠিয়েছেন। আপনি কি জানেন যে তাঁকে কোন লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, চলতি লোকসভা ভোটে দেবাশিস ধরকে তৃণমূলের শক্ত ঘাঁটি এবং জেলবন্দী অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে দাঁড় করানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

   

এদিকে তৃণমূলের তরফে এই কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে সেই শতাব্দী রায়কেই। অন্যান্য বারের মতো এবারও শতাব্দীতেই ভরসা রেখেছে ঘাসফুল শিবির। ফলে লড়াই যে কাঁটায় কাঁটায় হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এই কেন্দ্রের সর্বভারতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ। এদিকে দেবাশিস সম্প্রতি পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু তাঁর ইস্তফা এখনও গৃহীত হয়নি বলে শোনা যাচ্ছে। দিল্লিতে কর্মিবর্গ দফতরের কাছে পাঠানো হয়েছিল। যদিও বিজেপি সূত্রে খবর, দেবাশিসের ইস্তফায় কর্মিবর্গ দফতর ছাড়পত্র দিয়ে দিয়েছে। ফলে প্রার্থী হতে তাঁর আর কোনও বাধা রইল না।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর