পশ্চিমবঙ্গে মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার! হয়ে গেল বড় ঘোষণা, মিলবে এই দিন থেকে

অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৪ সাল এসে গেল। আর বছরের শুরুতেই বাংলার (West Bengal) মানুষের জন্য রইল এক দারুণ চমক। বলা ভালো এক চমকপ্রদ খবর রয়েছে সকলের জন্য যা শুনে সবাই খুশিতে একপ্রকার লাফিয়ে উঠবেন বৈকি।

বর্তমান সময়ে দেশের এমন মানুষ বাকি নেই যার বাড়ির হেঁশেলে এলপিজি (Liquefied petroleum gas) গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) নেই। এখনও সকলেই স্টোভ, উনুন ছেড়ে গ্যাসে রান্না করেন। যদিও এই রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে অনেকেরই নাভিশ্বাস উঠে যায়। তবে সাধারণ মানুষের কথা ভেবে বিভিন্ন রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম কমিয়ে দিয়েছে।

   

এদিকে চলতি বছরেই রয়েছে লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটের আগে বা পরে বাংলার মানুষকে বড়সড় উপহার দিতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন একদম। আর এমনই কার্যত ইঙ্গিত দিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সম্প্রতি তিনি এমন এক মন্তব্য করেছেন যা শুনে সকলের চোখ কপালে উঠেছে। শুভেন্দু জানিয়েছেন, বাংলাতেও মধ্যপ্রদেশের মতো লাডলি বেহনা প্রকল্প আনা হবে। শুধুমাত্র তাই নয়, শুভেন্দু আরও বলেছেন, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম ৪৫০ টাকা করা হবে। অর্থাৎ আর হাজার হাজার টাকা নয়, ৫০০ টাকারও কমে রাজ্যের সাধারণ মানুষ গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন।

gas lpg 1280

‘বাংলায় বিজেপি সরকার গড়লে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে মানুষকে। মধ্যপ্রদেশের লাডলি বেহনার মতো প্রকল্প এখানেও শুরু হবে। বাংলায় শিল্প ও কর্মসংস্থান হোক তা চান না মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৩০ লক্ষ মানুষকে চাকরি দেওয়া হবে।‘ বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী ব্যাপক চাকরির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “প্রথমে আমরা রাজ্য সরকারের ৩০ লক্ষ শূন্যপদ পূরণ করব। রাজ্য সরকার যে ছয় লক্ষ শূন্যপদ বাতিল করেছে তা আমরা ফিরিয়ে আনব। ৫০ লক্ষ পরিবারকে বাংলায় ফেরত পাঠানোর কাজ যদি কেউ করতে পারে, তা হবে ভারতীয় জনতা পার্টি।“

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর