নতুন বছরে বাড়তি পাওনা! রেশন কার্ড থাকলেই কেল্লা ফতে, বড় ঘোষণা কেন্দ্রের

আপনারও কি রেশন কার্ড (Ration Card) আছে? আপনিও কি কেন্দ্র (Central Government) এবং রাজ্য সরকারের (Government Of West Bengal) তরফে বিনামূল্যে রেশন পান? তাহলে শুধুমাত্র আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। ২০২৩ সাল শেষ হবে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে। ব্যস তারপরেই চলে আসবে ২০২৪ সাল।

এদিকে যারা রেশন পান বিশেষ করে যারা মাসের পর মাস ধরে বিনামূল্যে রেশন ঘরে তুলছেন তাঁদের মধ্যে থেকে একটি প্রশ্ন বারবার উঠে আসছে, আর তা হল, নতুন বছরেও কি বিনামূল্যে আর রেশন মিলবে? কোভিডের সময় থেকে সরকার ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করে আসছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার।

   

তবে এই পরিষেবা কি নতুন বছরেও ভ্যালিড থাকবে? সকলেই প্রশ্ন তুলেছেন। তবে এবার এই সংক্রান্ত একটি খবর প্রকাশ্যে এল, যা শুনে আপনার চোখও হয়তো কপালে উঠে যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) আওতায় আগামী পাঁচ বছরের জন্য গরিবরা বিনামূল্যে রেশন পাবেন। তাঁর এই ঘোষণার ফলে দেশের ৮০ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন।

অর্থাৎ টানা আরও ৫ বছর দেশের সাধারণ মানুষের মুখে অন্ন উঠবে তাও বিনামূল্যে।  এর আওতায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে চল ও গম পাবে। শুধুমাত্র তাই নয়, আপনিও যদি পশ্চিমবঙ্গের (West bengal) বাসিন্দা হয়ে থাকেন তাহলে তো একদম সোনায় সোহাগা কারণ রাজ্য সরকারও বিনামূল্যে রেশন পরিষেবা অব্যাহত রাখবে ২০২৪-এও।

free ration

আপনার যদি অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) রেশন কার্ড থেকে থাকে তাহলে পরিবার প্রতি ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম বা ১৩.৩ কেজি আটা একদম বিনামূল্যে পাবেন। এছাড়া অগ্রাধিকারপ্রাপ্ত (PHH) বা বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত (SPHH) রেশন কার্ড থাকলে মাথা পিছু ৩ কেজি চাল এবং ২ কেজি গম বা ১.৯ কেজি আটা একদম বিনামূল্যে পাবেন।

অন্যদিকে আপনার কাছে যদি RKSY I ক্যাটেগরির রেশন কার্ড থেকে থাকে তাহলে চিন্তা করবেন না। কারণ সামনের বছরেও আপনি মাথা পিছু ২ কেজি চাল এবং ৩ কেজি গম বা আটা দেওয়া হবে। অর্থাৎ আপনি মোট ৫ কেজি রেশন বিনামূল্যে পাবেন।  RKSY II রেশন কার্ড ধারকরা মাথাপিছু ১ কেজি চাল এবং ১ কেজি গম বা আটা পাবেন। উভয় ক্ষেত্রেই গম বা আটা না থাকলে পরিবর্তে চাল দেওয়া হবে।

আপনিও যদি পশ্চিমবঙ্গের জঙ্গলমহল, পাহাড়, চা বাগান, টোটো, আইলা এবং সিঙ্গুর নামক স্পেশাল প্যাকেজের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনিও সামনের বছর একদম বিনামূল্যে রেশন পেয়ে যাবেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর