৩১ তারিখের মধ্যে এই কাজ না করলেই বিপদ! LPG সিলিন্ডার নিয়ে বিরাট আপডেট

আপনার হাতে মাত্র আর একদিন সময় আছে। আর এই সময়ের মধ্যে আপনাকে একটি জরুরি কাজ করতে হবে, যদি না করেন তাহলে আপনার জন্য বড় বিপদ অপেক্ষা করবে। আর এই বিপদ হল LPG গ্যাস নিয়ে। বর্তমান সময়ে এমন কোনও মানুষ নেই যার হেঁশেলে এলপিজি গ্যাস সিলিন্ডার নেই।

আপনারও আছে নিশ্চয়ই। দেশের প্রতিটি ঘরে একটি করে এলপিজি গ্যাস এখন রয়েছে। সরকার বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে গ্যাস গ্রাহকদের ভর্তুকি দিচ্ছে। তবে এই ভর্তুকি পেতে হলে প্রত্যেক ব্যবহারকারীকে KYC আপডেট করতে হবে। কেন্দ্রীয় সরকারের দেওয়া গ্যাস ভর্তুকি সাধারণ মানুষকে এখন অনেকটাই স্বস্তি দিচ্ছে। গ্যাস সিলিন্ডার নেওয়ার পর ভর্তুকি আকারে অ্যাকাউন্টে মোটা টাকা জমা হয়। এখন রাজ্য সরকারও গরিবদের জন্য ভর্তুকি ঘোষণা করেছে।

   

যদিও এই গ্যাস সিলিন্ডার নিয়ে অনেকবারই জালিয়াতির খবর শোনা যায়। এহেন অবস্থায় রান্নার গ্যাসে ভর্তুকি জারি রাখার জন্য বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক করেছে সরকার। আপনার বাড়িতেও যদি এই রান্নার এলপিজি গ্যাস থেকে থাকে এবং এই বায়োমেট্রিক আপডেট যদি না করিয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

ভর্তুকি অব্যাহত রাখতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ৩১ মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করতে বলা হয়েছে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো গ্যাস সংস্থাগুলির গ্রাহকদের ৩১ মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করতে হবে। যদি এই সময়ের মধ্যে না করেন তাহলে হয়তো আপনি আর ভর্তুকি নাও পেতে পারেন। এক্ষেত্রে বলে রাখা জরুরি, এই বায়োমেট্রিক আপডেটের জন্য ডিস্ট্রিবিউটরকে এক টাকাও দিতে হবে না। কিছু ডিস্ট্রিবিউটর বায়োমেট্রিক আপডেটের নামে টাকা নিচ্ছে। আপনার কাছ থেকেও যদি এই আপডেট করানোর জন্য যদি টাকা নিয়ে থাকে কেউ তাহলে সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে 18002333555 নম্বরে কল করতে পারেন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর