ভারতের দাপট! নৌসেনার সামনে হাঁটু গেঁড়ে আত্মসমর্পণ জলদস্যুদের, উদ্ধার ২৩ পাক নাগরিক

দুই দেশের মধ্যে আদায় কাঁচকলা সম্পর্ক। প্রায় দিনই শোনা যায় সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনার খবর। কিন্তু এবার যেন উলটপুরাণ হল। আজ কথা হচ্ছে ভারত ও পাকিস্তানকে নিয়ে। আর ভারত এমন এক কাজ করেছে যা শুনে সকলেই চমকে গিয়েছেন। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন তো কী হয়েছে? তাহলে বিস্তারিত জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

এমনিতে যত সময় এগোচ্ছে সাগরে জলদস্যুদের আক্রমণের মাত্রা বেড়েই চলেছে যেন। বিগত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরব সাগরে সোমালি জলদস্যুদের জাহাজ ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। তা কাটিয়ে উঠতে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনী। যাইহোক, এবার মহা বিপদের হাত থেকে বহু পাকিস্তানের নাগরিককে রক্ষা করল ভারতীয় নৌসেনা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

   

আরব সাগরে ১২ ঘণ্টার দীর্ঘ অভিযানের পর সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ২৩ পাকিস্তানি নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমেধা গত ২৯ শে মার্চ ভোরে জলস্যুদের কবলে থাকা FV Al-Kambar জাহাজকে বাধা দেয়। শুধুমাত্র INS Sumedha-ই নয়, গাইডেড মিসাইল ফ্রিগেট আইএনএস ত্রিশূলও যোগ দেয় উদ্ধার রুদ্ধশ্বাস অভিযানে। উল্লেখ্য, ‘অপারেশন সংকল্প’-এর মাধ্যমে ভারতীয় নৌবাহিনী অনেকবার জলদস্যুদের পরিকল্পনা বানচাল করে দিয়েছে। এবার ফের সেই একই ঘটনা সামনে এল। জলদস্যুরা ইরানের একটি মাছ ধরার জাহাজ ছিনতাই করে বলে খবর। এদিকে এই খবর পেতেই নড়েচড়ে বসে ভারতীয় নৌবাহিনী এবং কোনওরকম সময় নষ্ট না করে ভারতীয় নৌবাহিনী তৎক্ষণাৎ এ বিষয়ে পদক্ষেপ নেয় এবং ইরানি জাহাজটিকে বাঁচাতে আরব সাগরে অভিযান শুরু করে।

জানা গেছে, ইরানের আল-কামবার ৭৮৬ নামের জাহাজটি আরব সাগরে মাছ ধরতে গিয়েছিল। এর ক্রুদের মধ্যে ২৩ জন পাকিস্তানি নাগরিক ছিলেন। হঠাৎ জলদস্যুরা আক্রমণ করে জাহাজটি ছিনতাই করে। ভারতীয় নৌসেনা কম্যান্ডের তরফে এই তথ্য জানানো হয়েছে। এরপরই ছিনতাই হওয়া জাহাজটিকে উদ্ধারের চেষ্টা জোরদার করা হয় বলে খবর।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর