ফের নিয়মে বদল, কনফার্ম টিকিট বাতিল করলে এখন কত পাবেন রিফান্ড? জানাল IRCTC

ভারতীয় রেল নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। এদিকে রাত পোহালেই দোল আর হোলি। আর হোলির মরসুমে সকলেই কম বেশি হয় ঘুরতে যাচ্ছেন নয়তো যে যার বাড়ি ফিরছেন। আপনিও কি ট্রেনে করে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল এক জরুরি খবর।

অনেকেই আছেন যারা কোথাও যাওয়ার জন্য আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখেন। আবার অনেকেই আছেন যারা কোনও কারণে টিকিট বাতিল করতে চান। আপনিও কি আচমকা ট্রেনের টিকিট বাতিল করেছেন? আদৌ জানেন কত টাকা রিফান্ড হিসেবে পাবেন? বা টিকিট বাতিল করার কথা ভাবনা চিন্তা করছেন? তবে টিকিট বাতিল করার আগে IRCTC-র নিয়মগুলি জেনে নিন ভালো করে।

   

কত ঘন্টা আগে আমার টিকিট বাতিল করা উচিত? আরএসি বা ওয়েটিং লিস্টের টিকিট বাতিলের জন্য কত চার্জ নেওয়া হবে? এই নিয়ে মানুষের প্রশ্ন থাকে। ধরুন যাত্রার ৪ ঘণ্টা আগে কনফার্ম টিকিট বাতিল করার পর কত টাকা মিলবে জানেন? টিকিটের চার্জ তৈরির পর তালিকায় আরএসি বা ওয়েটিং সিট থাকলে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে টিকিট বাতিল হলে ক্যানসেলেশন চার্জ দিতে হবে। স্লিপার ক্লাসের জন্য ৬০ টাকা চার্জ নেওয়া হবে। তবে এসি ক্লাসের চার্জ পড়বে ৬৫ টাকা। চার্জ কাটার পরে, অবশিষ্ট টাকা আপনাকে ফেরত দেওয়া হবে রেলের তরফে।

IRCTC-র নিয়ম অনুযায়ী, ৪ ঘণ্টা আগে কনফার্ম ট্রেনের টিকিট বাতিল করতে হবে। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে টিকিট বাতিল না করলে টাকা ফেরত পাবেন না। তবে নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে কনফার্ম টিকিট বাতিল করা হলে টাকা ফেরত পাওয়া যাবে।

আসুন জেনে নিন কনফার্মড টিকিট বাতিলের নিয়ম কী?

১. যাত্রার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে কনফার্মড জেনারেল ক্লাস টিকিট বাতিল করলে যাত্রী পিছু ৬০ টাকা ক্যানসেলেশন চার্জ নেওয়া হবে।

২. কনফার্ম স্লিপার ক্লাসের টিকিটের জন্য ১২০ টাকা ক্যানসেলেশন চার্জ দিতে হবে।

৩. কনফার্মড এসি চেয়ার কার এবং থার্ড এসি টিকিট বাতিল করলে ১৮০ টাকা ক্যানসেলেশন চার্জ ধার্য করা হবে।

৪. সেকেন্ড এসির জন্য ২০০ টাকা, ফার্স্ট এসি ও এক্সিকিউটিভ ক্লাসের জন্য ২৪০ টাকা ক্যানসেলেশন চার্জ।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর