থাকা, খাওয়া ফ্রি! মাত্র ১৭৫০ টাকায় ঘুরুন সারা ভারত, দুর্দান্ত প্যাকেজ IRCTC-র

অনেকেই আছেন যারা বিদেশে ঘুরতে যেতে পছন্দ করেন আবার অনেকেই আছেন যারা ভারতের মধ্যেই ঘুরতে ভালোবাসেন। ভারতে দেখার মতো এমন বহু জায়গা রয়েছে যেখানে গেলে আপনি সেখানে গেলে প্রেমে পড়ে যাবেন রীতিমতো।

ধর্মীয়, ঐতিহাসিক, প্রাকৃতিক, অ্যাডভেঞ্চারে ভরপুর সব ধরনের জায়গা আছে। যেখানে বিদেশি পর্যটকরা অবধি দেখতে ছুটে আসেন। আপনিও কি ভ্রমণ করতে ভালোবাসেন? আপনিও কি একটু বাজেটের মধ্যে থেকে ঘুরতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য রইল এক বাম্পার সুখবর। আসলে আপনার জন্য একটি দুর্দান্ত সুখবর এনেছে IRCTC।

   

বিশেষ করে আপনিও যদি একটু ধার্মিক জায়গায় ঘুরতে যেতে ভালোবেসে থাকেন তাহলে আপনি জানলে খুশি হবেন, ধর্মীয় স্থানগুলি পরিদর্শন করার জন্য একটি সাশ্রয়ী মূল্যের প্যাকেজ এনেছেন আইআরসিটিসি। এর আওতায় দেশের অনেক বড় বড় ধর্মীয় স্থান দৈনিক প্রায় ১৭৫০ টাকায় ১০ দিনের জন্য ঘুরে আসতে পারবেন। এই ভাড়ার মধ্যে রয়েছে ট্রেনে যাতায়াত, খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থা।

সবথেকে বড় কথা, আপনার কাছেও যদি ভ্রমণের জন্য টাকা না থেকে থাকে তবেও আপনি ভ্রমণ করতে পারেন। আসলে আইআরসিটিসি ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি আগ্রা ক্যান্টনমেন্ট থেকে আইআরসিটিসি তরফে পরিচালিত করা হবে। এই যাত্রা শুরু হবে ২৫ এপ্রিল থেকে এবং শেষ হবে ৪ মে। আইআরসিটিসি সূত্রে খবর, ট্রেনটিতে মোট ৭৬৭টি বার্থ রয়েছে। এর মধ্যে এসি-২ স্তরে ৪৯টি, এসি-৩ স্তরে ৭০টি বার্থ এবং স্লিপারে ৬৪৮টি বার্থ রয়েছে। এই ট্রেনটি গঙ্গাসাগর, বৈদ্যনাথ, গয়া, পুরী, কোনারক, বারাণসী ও অযোধ্যা যাবে।

এই ট্রেনের মাধ্যমে আপনি বিষ্ণুপদ মন্দির ও স্থানীয় মন্দির গয়া, বৈদ্যনাথ মন্দির, জসদেহ, জগন্নাথ মন্দির ও কোণার্ক মন্দির, পুরী স্থানীয় মন্দির, গঙ্গাসাগর, কালী মন্দির, কলকাতা, কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসী, রামজন্মভূমি, হনুমান গড়ি এবং অযোধ্যার বিভিন্ন মন্দির পরিদর্শন করতে পারবেন। আগ্রা ক্যান্ট, গোয়ালিয়র, বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ, ওরাই, কানপুর, লখনউ, অযোধ্যা ক্যান্টনমেন্ট এবং কাশী/বেনারস থেকে ভ্রমণপ্রেমীরা সওয়ার হতে পারবেন।

IRCTC ওয়েবসাইট মারফত আপনি এই ট্যুরটি বুক করতে পারবেন। এখন নিশ্চয়ই ভাবছেন কত টাকা লাগবে ? তাহলে আপনাদের জানিয়ে রাখি, ইকোনমি ক্লাসে (স্লিপার ক্লাস) এক/দুই/তিন জনের জন্য প্যাকেজ জনপ্রতি ১৭৫০০ টাকা এবং ৫-১১ বছর বয়সী প্রতি শিশুর জন্য ১৬৪০০ টাকা গুণতে হবে।

এছাড়া স্ট্যান্ডার্ড ক্লাসে (থ্রিএসি ক্লাস) এক/দুই/তিন জনের জন্য প্যাকেজ মাথাপিছু ২৮৩০০ টাকা এবং শিশু পিছু (৫-১১ বছর) ২৭০০০ টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। অন্যদিকে কমফোর্ট ক্লাসে (টু এসি ক্লাস) এক/দুই/তিন জনের জন্য প্যাকেজ মাথাপিছু ৩৭২০০ টাকা এবং শিশু পিছু (৫-১১ বছর) ৩৫,৬০০ টাকা দিতে হবে। আপনার কাছে যদি এক ধাক্কায় এত টাকা দেওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি ইএমআই-তে টাকা প্রদান করতে পারেন। IRCTC পোর্টালে পাওয়া সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থেকে ইএমআই সুবিধা নেওয়া যাবে।

 

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর