পুরুলিয়ায় দেখা মিলল বিরল শ্বেত পলাশ গাছের! এক একটির দাম শুনে আঁতকে উঠবেন

ফুল ভালোবাসেন অথচ পলাশ ফুল ভালো লাগে না তা হতেই পারে না। যারা ফুলপ্রেমী তাঁদের কাছে পলাশ ফুলের মাহাত্ম্যই আলাদা। আর এই পলাশ ফুলের নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে পুরুলিয়া থেকে শুরু করে লাল লাল পলাশ ফুল। তবে এবার এই পলাশ ফুল নিয়েই প্রকাশ্যে এল বড় খবর যা শুনলে লাফিয়ে উঠবেন আপনিই।

আবারও খোঁজ মিলল শ্বেত অর্থাৎ সাদা পলাশের। ২০২৩ সালে এই ফুলের দাম উঠেছিল কমপক্ষে ৮০ লাখ টাকায়। সাধারণভাবে কমলা, লাল রঙের পলাশ ফুলের দেখা মেলে। কিন্তু এই শ্বেত পলাশ ফুল খুবই বিরল। এই ফুলের দেখা পাওয়া মানে কপাল খুলে যাবে। হলুদ রঙেরও পলাশ হয়। অনেক জায়গাতে আবার এই পলাশ ফুলকে ভগবান হিসেবে পুজো করা হয়। যাইহোক, এবার এই সাদা পলাশ ফুলকে ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

   

অনেকেই হয়তো জানেন না যে মারণ ক্যানসারের ওষুধ তৈরিতে এই পলাশের ব্যবহার করা হয়। এবার অন্তত ১৫টি শ্বেত পলাশ গাছের খোঁজ মিলেছে পুরুলিয়া। বিভিন্ন এলাকায় ১৫টি গাছের খোঁজ মেলে। এদিকে বন দফতরের উদ্যোগে শ্বেত পলাশের পাহারার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে গত বছরের ন্যায় এই বছরও এই সাদা পলাশকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। গত বছর পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড় এলাকার বাসিন্দা আড়শা ব্লকের ভ্রমরটোলা প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক প্রথম এই শ্বেতপলাশের কথা সামাজিক মাধ্যমে নিয়ে আসেন। এরপরেই চারিদিকে হইচই পড়ে যায়।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোথায় কোথায় এই সাদা পলাশ মেলে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, পুরুলিয়ার হুড়া, পুঞ্চা, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, রঘুনাথপুর ও অযোধ্যা পাহাড় এলাকায় এই ধরনের শ্বেত পলাশ গাছের সন্ধান মিলেছে। গত বছর বিরল শ্বেত পলাশের গাছের ইজারার দর উঠেছিল প্রায় ৮০ লাখ টাকা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর