৯৫ বছরের পুরনো, হারিয়ে যাওয়া বাংলার এই স্টেশন ফের চালু করছে রেল! রয়েছে গভীর ইতিহাস

রেল (Indian Railways) যাত্রীদের জন্য বিরাট সুখবর। ফের একবার চালু হবে দীর্ঘ প্রতীক্ষিত একটি রেল স্টেশন (Train station)। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ফের একবার চালু হবে নসিপুর রোড রেলস্টেশন (Nashipur Road Railway Station)।

ইতিমধ্যে জায়গা ভিজিট করে গিয়েছেন শিয়ালদহ (Sealdah) ডিভিশনের ডিআরএম বলে খবর। এই রেল স্টেশনটি মুর্শিদাবাদের (Murshidabad) হারিয়ে যাওয়া একটি আস্ত রেল স্টেশন। স্থানীয়রা এটিকে একটি হারিয়ে যাওয়া রেল স্টেশনেরই তকমা দিয়েছেন। কারণটা জানলেও অবাক হবেন। বিট্রিশ আমলের এই গুরুত্বপূর্ণ জংশন স্টেশনটি আজ স্মৃতির অন্তরালে চলে গিয়েছে।

   

জানা যায়, এই স্টেশনটি নির্মাণ করা হয়েছিল ১৯২৯ সালে যখন নসিপুর থেকে আজিমগঞ্জ জংশন অবধি প্রথম রেলসেতু চালু করা হয় ভাগীরথীর উপর। মূলত পাকুড় ও ঝাড়খন্ড থেকে পূর্ববঙ্গে পাথর পরিবহনের জন্য এই ব্রডগেজ রেলসেতুটি চালু করা হয়েছিল। এই সেতু দিয়ে কোন যাত্রীবাহী রেল চলাচল করত না। এই নসিপুর রোড স্টেশন থেকেই সেতুর লাইনটি আলাদা হত বলে সেই সেতুটির নাম হয়েছিল নসিপুর সেতু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল আর দেশভাগের পর পূর্ববঙ্গে পাথর পরিবহনের প্রয়োজনীয়তা না থাকায় এই সেতুটির আর মেরামত করা হয়নি।

পরবর্তীকালে বারাণসী থেকে কলকাতা জাতীয় জলপথ নির্মাণের সময় এই সেতুর পিলার গুলিকে অবধি ভেঙে দেওয়া হয়। আর সেতু না থাকায় এই নসিপুর রোড রেল স্টেশনের গুরুত্ব অনেক কমে যায়। দূর্ভাগ্যের বিষয় একসময় জংশন তকমা পাওয়া এই স্টেশনটি ৯০ এর দশকে বন্ধ হয়ে যায় শুধুমাত্র যাত্রীর অভাবে।

nasipur

আপনারও জানলে খারাপ লাগবে, মাত্র কয়েক বছর আগে পুরানো স্টেশন বিল্ডিংটি অবধি ফেলা হয়। যদিও দীর্ঘদিন ধরে এই স্টেশনটিকে চালু করার দাবিতে রেলের কাছে আবেদন জমা পড়ছিল। যদিও শেষমেষ বর্তমানে মুর্শিদাবাদের বিধায়কের প্রচেষ্টায় এই স্টেশনটিকে হল্ট স্টেশন হিসাবে পুনরায় চালু করার সবুজ সংকেত দিয়েছে পূর্ব রেল। খুব শীঘ্রই এই স্টেশনটি আবার চালু হবে বলে আশাবাদী রেল।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর