চিনের ইতিহাসের সবথেকে বড় দুর্নীতি! দেউলিয়া কোম্পানি যা করল, ডুবতে বসেছে দেশ

সামনে এল ব্যাপক আর্থিক কেলেঙ্কারি। কয়েক কোটি টাকা ঋণ নিয়ে ফাঁপরে ফেলেছে একটি মাত্র কোম্পানি। কেলেঙ্কারি এতটাই বড় যে দেশের অর্থনীতি পর্যন্ত নড়ে গিয়েছে প্রায়। এতো বড় একটা আর্থিক দুর্নীতির খবর এসেছে এবার চিন থেকে। চিনের একটা কোম্পানি প্রায় ৩০০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আর্থিক কেলেঙ্কারি করেছে বলে অভিযোগ। চিনের অন্যতম লাভদায়ক ব্যবসা হল রিয়েল এস্টেট। সে দেশের অর্থনীতির একটা বড় অংশ দাঁড়িয়ে থাকে রিয়েল এস্টেট বিজনেসের ওপর।সেখানেই দুর্নীতির খাস তালুক। কাঠগড়ায় এভারগ্রান্দে গ্রুপ।

ভারতে একাধিক আর্থিক দুর্নীতির খবর উঠে এসেছে। এবং এই সমস্ত ঘটনার খবর আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়েছে ঢালাও। কিন্তু চিনের ব্যাপার আলাদা। সেখানে কখন কী হয় সেটা কাকপক্ষীও সব সময় টের পায় না। কিন্তু শাক দিয়ে আর কতো মাছ ঢাকা যায়? দুর্নীতির আকর হয়ে উঠেছে এই কমিউনিস্ট দেশ।

ডুবতে বসেছে চিনের অর্থনীতি

   

আন্তর্জাতিক মিডিয়ার খবর অনুযায়ী, দেউলিয়া হয়ে যাওয়া রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্রান্ডে ও এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ৭৮ বিলিয়ন ডলার বেশি রাজস্ব আদায়ের অভিযোগ এনেছে চিনা প্রশাসন। এই ঘটনাকে দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে মনে করা হচ্ছে। এভারগ্রান্ডে বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত কোম্পানি বলেও খবরে বলা হচ্ছে। অভিযুক্ত কোম্পানিতে ৩০০ বিলিয়ন ডলারের বেশি ঋণ রয়েছে বলে অভিযোগ। চীনের অর্থনীতির প্রায় ৩০ শতাংশ আসে রিয়েল এস্টেট থেকে। সেখানে এতো বড় কেলেঙ্কারি হওয়ার ফলে ডুবে যেতে পারে লাল দেশের অর্থনীতি।

এভারগ্রান্ডে গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি হেংদা রিয়েল এস্টেটকে ৫৮ কোটি ডলার জরিমানা করেছে চিনের সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন। এভারগ্রান্ডে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জু জিয়াইনকে ৬৫ লাখ ডলার জরিমানা করা হয়েছে। প্রায় আট মাস ধরে চলা তদন্তের পর এভারগ্রান্ডের সব কীর্তি কলাপ ফাঁস করেছে করেছে কমিশন। গত জানুয়ারিতে হংকংয়ের একটি আদালত এভারগ্রান্দ বিক্রি করার নির্দেশ দিয়েছিল।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর