৯ হাজারের উপরে কর্মী নিয়োগ! বড় সুযোগ দিচ্ছে ভারতীয় রেল, এভাবে করুন আবেদন

আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আপনিও কি ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রইল একদম বাম্পার সুখবর। এবার রেলের ৯১৪৪টি পদে লোক নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও যদি চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বিস্তারিত পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।

আসলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। আবেদনের শেষ তারিখ ৮ এপ্রিল, ২০২৪। মোট শূন্যপদ ৯১৪৪টি, যার মধ্যে ৮০৫২টি টেকনিশিয়ান গ্রেড ৩ এবং ১০৯২টি শূন্যপদ টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদের জন্য রাখা হয়েছে। আরআরবি আহমেদাবাদ, আরআরবি আজমের, আরআরবি প্রয়াগরাজ, আরআরবি বেঙ্গালুরু, আরআরবি ভোপাল, আরআরবি ভুবনেশ্বর এবং আরআরবি বিলাসপুরে ব্যাপক শূন্যপদ রয়েছে।

   

আপনিও যদি এই পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। Technician Grade 1 পদের জন্য বিজ্ঞান বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক পাশ অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগের যেকোনো বিষয়ে নূন্যতম তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এছাড়া Technician Grade 3 পদের জন্য নূন্যতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি যেকোনো ট্রেডে ITI ডিগ্রী থাকতে হবে চাকরিপ্রার্থীদের।

rail job

এবার আসা যাক বেতনের বিষয়ে। Grade 1 টেকনিশিয়ানদের মাসিক বেতন হল ২৯,২০০/- টাকা হবে। অন্যদিকে, Grade 3 টেকনিশিয়ানদের মাসিক বেতন হল ১৯,৯০০/- টাকা। প্রার্থীদের বয়স সীমা হচ্ছে ১৮ বছর থেকে ৩৬ বছর। এছাড়া সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

অনলাইন মাধ্যমে এখানে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

১) প্রথমে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ rrbapply.gov.in যেতে হবে।

২) রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

৩) আবেদনপত্রটি ফিলাপ করা হয়ে গেলে প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশানুযায়ী স্ক্যান করে আপলোড করে নিতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, মহিলা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০/- টাকা জমা করতে হবে। বাকি অন্যান্য শ্রেণীর অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০/- টাকা জমা করতে হবে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর