এবার নগদ ছাড়াই কাটা যাবে ট্রেনের টিকিট! হাওড়া স্টেশনে নয়া ব্যবস্থা রেলের

রেলযাত্রীদের জন্য রইল বড় খবর। এবার কাছে নগদ টাকা না থাকলেও আপনি ট্রেনের টিকিট কেটে অনায়াসেই নিজের গন্তব্যে চলে যেতে পারেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এমনিতে ভারতে সবচেয়ে সস্তার ভ্রমণ মাধ্যম হল ট্রেন। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন।

এদিকে ভারতীয় রেলও কিন্তু যাত্রীদের সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখে। ফলে এবার যাত্রীদের সুবিধার্থে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রেল। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এরকম সিদ্ধান্ত নিতে পারে রেল। অনেক সময় এমন হয় যে আমাদের দূরে কোথাও যেতে হয় কিন্তু ট্রেনের টিকিট কাটার জন্য টাকা থাকে না। তবে এবার আর চিন্তা নেই, কারণ ভারতীয় রেল একটি জীবনদায়ী সমাধান খুঁজে পেয়েছে। রেলের তরফে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে এবার টাকা না দিয়েই ট্রেনে টিকিট কাটতে পারবেন রেল যাত্রীরা। সবথেকে বড় কথা, এই নতুন ব্যবস্থার দেখা মিলবে দেশের বৃহত্তম রেল স্টেশন হাওড়ায়।

কীভাবে কাটবেন টিকিট?

   

ইতিমধ্যে একটি বিশেষ পরিষেবা শুরু হয়েছে শিয়ালদহ, কলকাতা স্টেশনে। এবার এই তালিকায় নাম লেখালো হাওড়া রেল স্টেশন। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটি কীভাবে হবে? এই বিষয়ে জানা গিয়েছে, কাউন্টারে মেশিনে বাইরে থেকেই ‘ফেয়ার রিপিটার’ দেখতে পারবেন যাত্রীরা। সেখানেই ভেসে উঠবে QR Code। আর এটি স্ক‌্যান করেই বিনিময় করতে পারবেন যাত্রীরা। এই নয়া ব্যবস্থা সম্পর্কে বড় মন্তব্য করেছেন পূর্ব রেলের প্রিন্সিপ‌্যাল চিফ কমার্শিয়াল ম‌্যানেজার সৌমিত্র মজুমদার।

তিনি জানান, ডিজিটাল পদ্ধতি বিকেন্দ্রীকরণের পাশপাশি একাধিক সুবিধা জন‌্য এই ব‌্যবস্থা চালু হচ্ছে। এটিভিএম মেশিন ও পিওএস মেশিনে সব ক্ষেত্রেই এই কিউআর কোডের মাধ‌্যমে টিকিট কাটতে পারছেন যাত্রীরা। হাওড়ার সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন জানিয়েছেন, হাওড়া স্টেশনে একটি কাউন্টার চালু হচ্ছে। এর পর অন‌্য স্টেশনগুলিতেও এই পরিষেবা মিলবে। এদিকে রেলের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নিত্য রেল যাত্রীরা।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর