আর থাকবে না ওয়েটিং লিস্ট! ট্রেনের টিকিটে বড় বদল আনছে রেল, উপকার হবে যাত্রীদের?

কাছে হোক বা দূরে, মানুষ যে কোনো জায়গায় ভ্রমণের জন্য এখন ট্রেনকেই বেশিরভাগ বেছে নিচ্ছেন। কারণ এই ট্রেনে ভ্রমণ করা যেমন সস্তার ঠিক তেমনই আরামদায়ক। শুয়ে-বসে অনায়াসেই মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়া যায় এই ট্রেনের মাধ্যমে। আপনিও কি ট্রেনে উঠতে ভালোবাসেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

এদিকে এখন হোলির উৎসব আমেজ রয়েছে দেশজুড়ে। এই সময়ে বেশিরভাগ মানুষ হয় ছুটিতে বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটছেন নয়তো কোথাও ঘুরতে যাওয়ার জন্য তৎপর হচ্ছেন। কিন্তু বছরের অন্যান্য সময়ে টিকিট মিললেও উৎসব-পার্বণের দিনে ট্রেনের টিকিট পাওয়া এক কথায় মুশকিল হয়ে যায়। ট্রেনের টিকিট কাটা হলেও হয় সেটি ওয়েটিং লিস্টে চলে যায় নয়তো RAC হয়ে যায়। আপনার টিকিটও কি ওয়েটিং লিস্টে চলে গিয়েছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর।

   

জানা যাচ্ছে, ট্রেনের টিকিট বুকিং-এর নিয়মে এবার বড় বদল আনতে চলেছে ভারতীয় রেল বলে খবর। এমনিতে ওয়েটিং লিস্টে থাকা টিকিট দেখলেই মানুষের মাথায় রক্ত চড়ে যায়। তবে এবার এই সমস্যা থেকে খুব শীঘ্রই স্বস্তি পেতে চলেছেন যাত্রীরা বলে খবর। কানাঘুষো শোনা যাচ্ছে, ভারতীয় রেল নাকি এবার ওয়েটিং লিস্ট সিস্টেমটাই তুলে দেওয়ার পরিকল্পনা করছে। রেল যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে এর জেরে উপকৃত হবেন দেশের কয়েক কোটি রেলযাত্রী।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ বছরের মধ্যে এই বদল ঘটলেও ঘটতে পারে। জানা যাচ্ছে, ওয়েটিং লিস্ট সিস্টেম বন্ধ করার জন্য ভারতীয় রেল প্রতিদিন ৩০০০ ট্রেন চালাতে পারে। বাজেট সেই মতো বরাদ্দ করা হয়েছে। আর এই বাজেটের পরিমাণ হল ১ লক্ষ কোটি টাকা বাজেট। ৭ থেকে ৮ হাজার পুরনো ট্রেন পাল্টে ফেলা হবে। এছাড়া ট্রেনের গতি কমপক্ষে ৫০ কিমি প্রতি ঘণ্টা বাড়ানোর ব্যবস্থাও করছে রেল।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর