ঝটকা শাসক দলে, বিজেপিতে যোগ রচনার প্রাক্তন স্বামীর! ভোটে লড়বেন এই কেন্দ্র থেকে

আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক তাপ উত্তাপ বাড়ছে দেশে। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফার মনোনয়নপত্রও শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের সব প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি প্রার্থীদের নামও নিয়ে আলোচনা চলছে। চলছে দফায় দফায় বৈঠক। এরই মাঝে আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে ওড়িশার ক্ষমতাসীন বিজু জনতা দল বড় ধাক্কা খেল।

জানা গিয়েছে, কটকের ছয়বারের সাংসদ ভর্তৃহরি মাহতাব, বিজেডির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রাক্তন সাংসদ সিদ্ধান্ত মহাপাত্র এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সাঁওতালি লেখক দময়ন্তী বেসরা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, জাতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডা এবং ওড়িশা ইউনিটের সভাপতি মনমোহন সামালের উপস্থিতিতে এই তিনজন বিজেপিতে যোগ দেন। যদিও আজ কথা হবে সিদ্ধান্ত মহাপাত্রকে নিয়ে। তাঁর কিন্তু আরও কিছু পরিচয় আছে। তিনি বিখ্যাত ওড়িয়া অভিনেতা এবং অভিনেত্রী রচনা ব্যানার্জীর প্রাক্তন স্বামী। হ্যাঁ ঠিকই শুনেছেন।

   

এদিকে কাকতলীয়ভাবে ২০২৪ সালের লোকসভা ভোটে হাতেখড়ি হয়েছে রচনার। তাকে হুগলীর প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফে। ইতিমধ্যে তাঁকে প্রচার প্রক্রিয়া চালাতে দেখা যাচ্ছে। কখনও রাস্তার ধারে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছেন তো আবার কোনও অনুষ্ঠানে গিয়ে মানুষকে খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে ‘দিদি নং ১’-কে। যাইহোক, এবার আসা যাক সিদ্ধান্ত মহাপাত্রের কথায়। ২০০৯ সালে বিজু জনতা দল থেকে ওড়িশার ব্রহ্মপুর লোকসভা আসন থেকে ভোটে লড়েন। জয়ীও হন তিনি।

এরপর ২০১৪ সালেও ওই আসন থেকে ভোটে লড়ে দ্বিতীয়বার জয়ী হন। ২০১৯ সালে অবশ্য আর টিকিট পাননি। বৃহস্পতিবার তিনিই কিনা যোগ দিলেন বিজেপিতে। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে। তবে কোন আসন থেকে লড়তে পারেন তিনি, সে বিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর