ভোটের আগে এভাবে সহজেই করুন ভোটার, আধার লিংক! নাহলেই বিপদ, জানাল কমিশন

ভোটের আগে ভারতবাসীর উদ্দেশ্যে জরুরি কথা বলেছে নির্বাচন কমিশন। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিংক করানোর ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। লোকসভা ভোটের ঠিক আগে দেওয়া হয়েছে ভোটার ও আধার কার্ড লিংক করার পরামর্শ। তাই এই বক্তব্যের যে আলাদা গুরুত্ব রয়েছে সে কথা বলাই বাহুল্য।

লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেন এই পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন?

নির্বাচন কমিশনের যে কোনও পরামর্শ বা বক্তব্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আধার কার্ড ও ভোটার কার্ড লিংক করা থাকলে নির্বাচন প্রক্রিয়া আয়জনে আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। কারও কারও ধারণা, শুধু এই কারণেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

কীভাবে লিংক করাবেন আধার কার্ড ও ভোটার কার্ড?

   

এই কাজ খুবই সহজ। ঘরে বসেও এই কাজ করা যায়। কয়েকটি মাত্র স্টেপ মেনে চললেই লিংক করিয়ে নিতে পারবেন এই কার্ড দু’টি। এখন আধার কার্ড ও ভোটার কার্ডকে জরুরি নথি হিসেবে বিবেচনা করা হয়। যে কোনও জরুরি কাজ সম্পন্ন করার জন্য এই কার্ড দু’টি দরকার পড়ে।

– প্রথমে https://www.nvsp.in/ বা ভোটার সার্ভিস পোর্টাল https://voters.eci.gov.in/ -এ গিয়ে লগইন, সাইনআপ করতে হবে।
– পোর্টালে আগে যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিতে হবে। এর পরে অ্যাকাউন্ট লগইন করার জন্য একটি ওটিপি আপনার দেওয়া মোবাইল নম্বরে আসবে, সেটা লিখুন। যদি অ্যাকাউন্ট না থাকে ‘সাইন-আপ’ এ ক্লিক করুন। এই প্রক্রিয়া একটা পাসওয়ার্ড দিতে হবে।
– অ্যাকাউন্ট করার পরে আধার কালেকশন অপশনে ক্লিক করে ফর্ম ৬বি পূরণ করুন। এর পরে আধার, ফটো আইডি দরকার পড়বে।
– এপিক নম্বর লিখতে হবে। মানে আপনার ভোটার আইডিতে রেকর্ড করা নম্বরটি দরকার পড়বে। এরপর ‘ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম’ অপশনে ক্লিক করুন।
– একটা ফর্ম আসবে, পছন্দের ভাষা নির্বাচন করে ফর্মটি পূরণ করুন।
– ‘ফর্ম ৬বি’ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করুন।

ছোটোবেলা থেকে খেলাধুলোর প্রতি ভালোবাসা। এখন পেশা। বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছে বিগত কয়েক বছর ধরে।

সম্পর্কিত খবর