৪ শতাংশ অতীত, আচমকাই বড় সিদ্ধান্ত রাজ্যের! এবার এতটা বাড়ল DA, হল বিরাট ঘোষণা

নতুন বছরের শুরুতেই বড়সড় সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা (Employee)। এক ধাক্কায় বেশ অনেকটাই বেড়ে গেল মহার্ঘ্য ভাতা (Dearness allowance) বা ডিএ। কেউ হয়তো কল্পনাও করতে পারেননি যে নতুন বছরের শুরুটা এমন ভাবে শুরু হবে রাজ্য সরকারি কর্মীদের।

রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের এক ধাক্কায় ১৬ শতাংশ DA বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন যে কারণে সকলেই খুশিতে ডগমগ হয়ে গিয়েছেন। ডিএ আঁচে তপ্ত বাংলা (West Bengal)। বকেয়ার দাবিতে কয়েকশো দিন ধরে কলকাতা শহরের রাস্তায় বিক্ষোভ দেখিয়ে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। এদিকে ২০২৪ সাল শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের চার শতাংশ দিয়ে বাড়ানোর ঘোষণা করা হয় যে কারণে বাংলার কর্মীরা আরো যেন ক্ষোভে ফুঁসে ওঠেন।

   

তবে এসবের মাঝেই আবারো একবার DA বাড়ানোর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে বেজায় খুশি সকলে। নতুন বছরে উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি সরকার সব কর্পোরেশন, সংস্থার কর্মচারীদের চার শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা উপহার দিয়েছে। এর সুবিধা শুধু পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বেতন স্কেল গ্রহণকারী সকল কর্মকর্তা-কর্মচারীই পাবেন ।

সচিব বিনয় শঙ্কর পান্ডে কর্তৃক জারি করা আদেশের সুবিধাগুলি পঞ্চম এবং ষষ্ঠ বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের পাশাপাশি সপ্তম সংশোধিত বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের জন্য উপলব্ধ হবে। ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন কর্মচারীরা। সপ্তম সংশোধিত বেতন স্কেলে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়েছে।

money coun

পঞ্চম বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ২১২ শতাংশ থেকে বাড়িয়ে ২২১ শতাংশ করা হয়েছে এবং ষষ্ঠ বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৩৯৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪১২ শতাংশ করা হয়েছে। এছাড়া ২০২২ সালের ১ জুলাই থেকে ষষ্ঠ বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা ২০৩ শতাংশ থেকে বাড়িয়ে ২১২ শতাংশ করা হয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর