TRP দূরের কথা, ডুবিয়েছেন গোটা সিরিয়াল! এবার স্টার জলসার কোপের মুখে এই অভিনেত্রী

বর্তমান সময় যত দিন যাচ্ছে ততই বাংলা সিরিয়ালগুলির (Television Show) জনপ্রিয়তা যেন তুঙ্গে উঠছে। তবে একটি সিরিয়াল লঞ্চ করা এবং সেটিকে মাসের পর মাস চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু মোটেই মুখের কথা নয় প্রোডাকশন হাউজগুলোর জন্য।

একটি সিরিয়ালের ভাগ্য নির্ধারণ হয় তার টিআরপি (Target rating point) রেটিং এর ওপর। এমন অনেক সিরিয়াল রয়েছে যেগুলির সপ্তাহের পর সপ্তাহে ধরে TRP তালিকার একদম প্রথম সারিতে রয়েছে। আবার অনেক সিরিয়াল এমনও দেখা গিয়েছে যেগুলি হয়তো জনপ্রিয়তা প্রথমদিকে পেলেও পরের দিকে তার পপুলিরাটি কমতে থাকে ক্রমশ।

   

বিগত কয়েক মাসে সে স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) বেশ কিছু সিরিয়াল লঞ্চ হলেও টিআরপির অভাবে মাঝপথেই বন্ধ হয়ে যায়। এ কারণে যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হয় প্রোডাকশন হাউজগুলিকে। এই সিরিয়ালগুলি বন্ধ হয়ে যাওয়ার পিছনে অনেকাংশে জড়িয়ে থাকে অভিনেতা-অভিনেত্রীদের পারফরম্যান্স। যদিও ধারাবাহিক বন্ধ হয়ে গেলেও অভিনেতা-অভিনেত্রীদের খুব একটা অপেক্ষা করতে হয় না অন্য কোনও সিরিয়ালে যাওয়ার ক্ষেত্রে।

তবে এবার কপাল পুড়তে চলেছে দুজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর। দুজনেই স্টার জলসা ও জি বাংলা অভিনয় করেছেন। তবে মাঝপথে তাদের দুজনেরই সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু নির্মাতারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে টলিউড পাড়া সূত্রে জানা যাচ্ছে। আর এই দুজনের নাম শুনলে আপনিও একপ্রকার চমকে উঠবেন।

Srabani neel

সূত্রে খবর, স্টার জলসার নতুন একটি সিরিয়াল থেকে নাকি বাদ পড়লেন দুই তারকা। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের তরফ থেকে নতুন একটি সিরিয়াল আসছে। এই সিরিয়ালের জন্য প্রথমে নায়ক হিসেবে বাছাই করে নেওয়া হয়েছিল নীল ভট্টাচার্যকে। তবে সাম্প্রতিক সময় স্টার জলসায় বাংলা মিডিয়াম সিরিয়ালে তার অভিনয়ের দক্ষতা কারোরই মন ছুঁতে পারেনি। বলা ভালো টিআরপির অভাবে এই সিরিয়ালটি মাঝপথে বন্ধ হয়ে যায়। যে কারণে নীলকে আবারও নতুন সিরিয়ালের নায়ক করতে চাইছে না প্রোডাকশন হাউজ।

অন্যদিকে মাধবীলতা সিরিয়ালের মাধ্যমে শিরোনামে উঠে আসা শ্রাবণী ভূঁইয়াকেও সিরিয়ালে কাস্ট করতে সকলে ভয় পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। মুকুট, মাধবীলতা নামে দুটি সিরিয়ালই পরপর ফ্লপ হয়। বলা ভালো সুপার ফ্লপ হয়। ফলে তাকেও এখনই নিতে চাইছে না টেন্ট প্রোডাকশন।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর