বছরের শুরুতেই ধামাকা! ডিজেলের উপর কর শূন্য করল কেন্দ্র সরকার

নতুন বছরের শুরুর দিকের চরম সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার (Central Government)। সরকারের এহেন সিদ্ধান্তের কারণে এখন ফের একবার নতুন করে গোটা বিশ্বের নজর পড়েছে ভারতের (India) ওপর। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার ডিজেল (Diesel Fuel) এবং এভিয়েশন টারবাইন জ্বালানি (Jet fuel) রফতানির উপর অপ্রত্যাশিত কর হ্রাস করে শূন্য করেছে। একই সঙ্গে অপরিশোধিত তেলের ওপর উইন্ডফল ট্যাক্স (Windfall tax) বাড়ানো হয়েছে। ভারত সরকারের (Government Of India) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অপরিশোধিত তেলের উপর অপ্রত্যাশিত লাভ টন প্রতি ১,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২,৩০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে উইন্ডফল ট্যাক্স প্রতি লিটারে ০.৫ টাকা কমানো হয়েছে। এভিয়েশন টারবাইন ফুয়েলের উপর ট্যাক্স প্রতি লিটারে ১ টাকা কমানো হয়েছে বলে খবর।

   

তাৎপর্যপূর্ণভাবে, রফতানির উপর এই কর হ্রাস করা হয়েছে। সুতরাং, ভারতীয় ভোক্তারা এটি থেকে সরাসরি উপকৃত হবেন বলে মনে হয় না। ভারত ২০২২ সালের জুলাই মাসে অপরিশোধিত তেলপণ্যের উপর অপ্রত্যাশিত কর আরোপ করেছিল। এটি করা হয়েছিল কারণ দেশীয় বেসরকারী শোধনাগারগুলি স্থানীয়ভাবে জ্বালানি বিক্রির পরিবর্তে রিফাইনিং মার্জিন থেকে মুনাফা অর্জনের জন্য বিদেশে উচ্চ মূল্যে জ্বালানি বিক্রি শুরু করেছিল।

এদিকও শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে। ২০২৪ সালের নির্বাচনের আগে সরকার এই পদক্ষেপ নিতে পারে। পেট্ট্রল ও ডিজেলের দাম ১০ টাকা পর্যন্ত কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, দুই বছর আগে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলের দাম ৬ টাকা কমিয়েছিল সরকার। খবরে বলা হয়, সারাদেশে জ্বালানি তেলের দাম কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

crude oil

স্পট অপরিশোধিত তেল, যা একসময় ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছেছিল, আজ প্রায় ৭০ ডলারে পৌঁছেছে। মঙ্গলবার ডাব্লুটিআই ক্রুড ৭১.৯৬ ডলারের কাছাকাছি এবং ব্রেন্ট ক্রুড ৭৭ ডলারের কাছাকাছি ট্রেড করছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর