তাঁর গানে নেচে ফেমাস হলেও দেননি আয়ের এক টাকাও! এবার ভুবনের নিশানায় জনপ্রিয় Youtuber

বাদামের (Nut) কিন্তু গুনাগুণের শেষ নেই। আর এই বাদাম নিয়েই গান গেয়ে কার্যত রাতারাতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) তারকার তকমা পেয়ে গিয়েছিলেন ছাপোষা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। এক সময়ে দু’হাত ভরে টাকা উপার্জন (Income) করেছেন তিনি। সংসারের হাল যেন ফিরে আসছিল।

তবে আচমকাই যেন সব শেষ হয়ে গেল। এখন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের দিন খুবই কষ্টের মধ্যে দিয়ে কাটছে। তাঁর নাকি হাতে কোনও কাজ নেই। বাড়ির অর্থনৈতিক অবস্থাও দিন দিন আরও খারাপ হয়ে উঠছে। যে কারণে খুবই সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ার রমরমার জেরে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন বহু মানুষ। যাদের মধ্যে অন্যতম ছিলেন ‘বাদাম কাকু’ ওরফে ভুবন বাদ্যকর।

   

‘বাদাম বাদাম, কাঁচা বাদাম’ গানটি সংগীতশিল্পী ভুবনকে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন করে তুলেছিল। কিন্তু ভাগ্য তাকে বেশিদিন সাহায্য করতে পারেনি, কারণ একটিমাত্র ভুলের জন্য প্রচুর মূল্য দিতে হয়েছে তাঁকে।

এখন বাদাম কাকু জানিয়েছেন, এখন তাঁর কোনও রোজগার নেই। এহেন অবস্থায় এবার তিনি অন্য আরেক শিল্পীর কাছে সাহায্য চেয়ে বসলেন। ফের একবার কামব্যাক করতে অঞ্জলি অরোরার (Anjali Arora) সাহায্য চান তিনি। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে ভুবন জানিয়েছেন, তাঁর গানে রিলস বানিয়ে অঞ্জলি অরোরা জনপ্রিয় হয়েছেন। অথচ তিনি কিছু পাননি। এবার তিনি অঞ্জলির কাছে সাহায্য চাইবেন।

bhuban badyakar

এক সময়ে বাদ্যকার জানিয়েছিলেন যে, এক ব্যক্তি তাকে তিন লাখ টাকা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি তার ইউটিউব চ্যানেলে গানটি প্লে করবেন। যদিও পরে জানতে পারেন, তিন লাখ টাকা দিয়ে ওই ব্যক্তি তাঁর গানের কপিরাইট কিনে নিয়েছে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর