কল্পতরু মমতা, নতুন বছরে ফের বাড়ল DA! জানুন কত টাকা পাবেন সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গের (West Bengal) সরকারি কর্মচারীরা (Employee) ডিএ (Dearness allowance) বৃদ্ধির দাবিতে প্রায় এক বছর ধরে আন্দোলন করছেন। কেন্দ্রীয় হারে বকেয়া DA মেটাতে হবে, এই দাবি তুলে বাংলায় তো বটেই, দিল্লির বুকে গিয়ে আন্দোলন চালিয়ে এসেছেন রাজ্য সরকারী কর্মীরা। যদিও কাজের কাজ যেন কিছুই হয়নি।

এদিকে নতুন বছরের শুরুতেই বাংলার সরকারী কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। আজ থেকে এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল ডিএ বা মহার্ঘ্য ভাতার পরিমাণ। জানা গিয়েছে, বঙ্গ সরকারী কর্মীদের ডিএ ৪ শতাংশ বেড়েছে।

   

আজ অর্থাৎ ১ জানুয়ারি থেকেই এই ডিএ বাড়ছে বলে ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের (Government Of West Bengal) তরফে। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন যে, ‘২০২৪ সালের ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারের ১৪ লক্ষ কর্মচারী, সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নন-টিচিং কর্মী এবং সমস্ত সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারী এবং প্যারাস্ট্যাটাল এবং পেনশনভোগীরা আরও ৪ শতাংশ ডিএ পাবেন।‘ ফলে আজ থেকে এই ডিএ সকলের জন্য কার্যকর হওয়া শুরু হল।

যদিও বছরের শুরুতেই একটি প্রশ্ন বারবার উঠে আসছে, আর সেটা হল কারা কত টাকা করে পাবেন এবার? সরকারি কর্মচারীর বেসিক পে-এর ওপরই নির্ভর করে যে ডিএ বাবদ কত টাকা ঢুকবে তাঁর অ্যাকাউন্টে। অর্থাৎ বর্তমানে যারা রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করেন তাঁদের ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা। যদি এই আবহে ১০ শতাংশ ডিএ সেই বেসিক পে-এর ওপর ধার্য করা হবে।

da money

অন্যদিকে চাকরি জীবনের বয়সের হিসেবে অনেক গ্রুপ ডি কর্মীর বেতন ৩০ হাজার টাকাও হতে পারে। এই আবহে ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার আসা যাক বিডিও-দের ব্যাপারে। তাঁদের বেসিক পে শুরুই হয় ৫৬ হাজার টাকা থেকে। সেই ক্ষেত্রে এবার এই ডিএ বৃদ্ধির ফলে এবার তাঁদের অ্যাকাউন্টে ন্যুনতম ২২৪৪ টাকা মতো পাবেন। এছাড়া যারা রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মী, তাঁদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারীদের বেসিক পে প্রায় ২ লাখ টাকা। যদিও এই ডিএ বৃদ্ধির কারণে এবার থেকে প্রায় আট হাজার টাকা অতিরিক্ত পাবেন তাঁরা।

যারা এক্সটেনশন অফিসার তাঁরা বেসিক পে হিসেবে ২৯ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা পান। তবে ডিএ ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কারণে এবার তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত ১২৮০ টাকা। যারা লোয়ার ডিভিশনের ক্লার্ক তাঁদের বেসিক পে ২৩ হাজার টাকার কাছাকাছি। এই আবহে তাঁদের ক্ষেত্রে মাস গেলে ৯২০ টাকা বাড়তি আসতে চলেছে ২০২৪ সালে।

বিগত ৭ বছর ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ায় সাবলীল। লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার নেশা।

সম্পর্কিত খবর